মাঝে আর একটা দিন। তারপরেই চলতি ইন্ডিয়ান সুপার লীগের ফাইনাল ম্যাচ- যুবভারতী ক্রীড়াঙ্গনে মোহনবাগান সুপার জায়ান্ট বনাম মুম্বই সিটি এফসি। মাঠে বল গড়ানোর আগে এক ভারতীয় ফুটবলারকে প্রশংসায় ভরিয়ে দিয়েছেন পিটার ক্রাতকি (Petr Kratky)।
দেস বাকিংহ্যাম বিদায় জানানোর পর মুম্বই সিটি এফসি দলের দায়িত্ব নিয়েছিলেন পিটার ক্রাতকি। দায়িত্ব নিয়ে দলকে তুলেছেন ফাইনালে। দলগত খেলায় জোর দিয়েছেন। সেই সঙ্গে ছলকে উঠেছে কিছু ব্যক্তিগত মুন্সিয়ানা।
মোহনবাগান সুপার জায়ান্টের বিরুদ্ধে মাঠে নামার আগে লালিয়ানজুয়ালা ছাঙতে ধারাবাহিকভাবে ভালো খেলছেন। ফাইনাল ম্যাচের আগেও তাঁর কথাই বলছেন পিটার। ইন্ডিয়ান সুপার লিগের অফিসিয়াল ওয়েব সাইটে প্রাপ্ত পরিসংখ্যান অনুযায়ী, শেষ আটটি ম্যাচে দলের কোনও না কোনও গোলের পিছনে অবদান রেখেছেন ছাঙতে। একজন ভারতীয় ফুটবলার হিসেবে ইতিমধ্যে এবারের ইন্ডিয়ান সুপার লিগে করেছেন দশ গোল। আইএসএল-এ গোল করার ব্যাপারে সুনীল ছেত্রীর পর এই ছাঙতেই ভরসা জুগিয়েছেন সবথেকে বেশি। মোহনবাগানের বিরুদ্ধেও ছাঙতে ভালো খেলবেন বলে আশা করছেন মুম্বই সিটি এফসির কোচ।
ছাঙতে সম্পর্কে পিটার ক্রাতকি বলেছেন, ‘ ওর খেলায় আমি খুবই খুশি। আমাদের দলের গুরুত্বপূর্ণ সদস্য। নিজের খেলা আরো ভালো করার জন্য খুব পরিশ্রম করছে। যেমন পরিশ্রম করেছে, মাঠেও তেমনই ভালো খেলছে।’