সাতসকালে ১০০-র বেশি স্কুলে বোমা হামলার হুমকি (Bomb Threat)। পড়ুয়াদের বাড়িতে পাঠিয়ে দিল স্কুল কর্তৃপক্ষ। আপাতত স্কুলগুলিতে জোরকদমে তল্লাশি চালানো হচ্ছে। এই ঘটনা রাজধানী দিল্লির।
আজ, বুধবার সকালে দিল্লি এবং ন্যাশনাল ক্যাপিটাল রিজিয়নের (এনসিআর) ১০০-টিরও বেশি স্কুলে বোমা হামলার হুমকি দেওয়া হয়। দ্রুত স্কুলগুলি দিল্লি পুলিশের সঙ্গে যোগাযোগ করে। এরপর পুলিশের পরামর্শ মেনে পড়ুয়াদের বাড়ি পাঠিয়ে দেয় স্কুলগুলি। দিল্লি পুলিশের মুখপাত্র সুমন নালওয়া বলেন, আমি অভিভাবকদের আতঙ্কিত না হওয়ার অনুরোধ করছি, কারণ সন্দেহজনক কিছু পাওয়া যায়নি।
কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকও জানিয়ে দিয়েছে, এই ঘটনায় আতঙ্কিত হওয়ার কিছু নেই। পড়ুয়া ও অভিভাবকদের মধ্যে আতঙ্ক ছড়ানোর জন্য এমনটা করা হয়েছে। এক বিবৃতিতে মন্ত্রক জানিয়েছে, হুমকিগুলি ভুয়ো বলে মনে হচ্ছে। অযথা আতঙ্কিত হওয়ার দরকার নেই। দিল্লি পুলিশ ও নিরাপত্তা সংস্থাগুলি প্রোটোকল মেনে প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে।
Some schools of Delhi received E-mails regarding bomb threats. Delhi Police has conducted thorough check of all such schools as per protocol. Nothing objectionable has been found. It appears that these calls seem to be hoax.
We request the public not to panic and maintain peace.— Delhi Police (@DelhiPolice) May 1, 2024
দিল্লির লেফটেন্যান্ট গভর্নর ভিকে সাক্সেনা বলেন, বোমা হামলার হুমকি দেওয়া মেলগুলোর উৎস খুঁজে বের করেছে পুলিশ। এর আগে গত ফেব্রুয়ারি মাসে আরকে পুরমে দিল্লি পুলিশের স্কুলে একই ধরনের হুমকি মিথ্যা বলে প্রমাণিত হয়েছিল।
দিল্লির শিক্ষামন্ত্রী তথা আম আদমি পার্টির (আপ) নেত্রী অতিশী মারলেনা অভিভাবকদের আতঙ্কিত না হওয়ার পরামর্শ দিয়েছেন। এক্স হ্যান্ডেলে তিনি লেখেন, আজ সকালে কয়েকটি স্কুলে বোমা হামলার হুমকি দেওয়া হয়েছে। পড়ুয়াদের অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। স্কুলগুলিতে দিল্লি পুলিশ তল্লাশি চালাচ্ছে।
Some schools have received bomb threats today morning. Students have been evacuated and those premises are being searched by Delhi Police. So far nothing has been found in any of the schools.
We are in constant touch with the Police and the schools. Would request parents and…
— Atishi (@AtishiAAP) May 1, 2024
টুইটে অতিশী আরও লিখেছেন, এখন পর্যন্ত কোনও স্কুলে সন্দেহজনক কিছু মেলেনি। আমরা পুলিশ ও স্কুলগুলির সঙ্গে যোগাযোগ রাখছি। অভিভাবক এবং নাগরিকদের আতঙ্কিত না হওয়ার জন্য অনুরোধ করব। প্রয়োজন পড়লে স্কুল কর্তৃপক্ষ অভিভাবকদের সঙ্গে যোগাযোগ করবে।
এদিকে লোকসভা ভোটের মধ্যে এ ধরনের হুমকি ফোন ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে দিল্লিতে। যদিও আপাতত পরিস্থিতি স্বাভাবিক বলে জানিয়ে দিয়েছে দিল্লি পুলিশ।
দেশজুড়ে এবার সাত দফায় লোকসভা নির্বাচন হচ্ছে। ১৯ এপ্রিল এবং ২৬ এপ্রিল, দু’দফার ভোট ইতিমধ্যেই সমাপ্ত হয়েছে। তৃতীয় ধাপে ৭ মে, চতুর্থ ধাপে ১৩ মে, পঞ্চম ধাপে ২০ মে, ষষ্ঠ ধাপে ২৫ মে এবং সপ্তম ধাপে ১ জুন ভোটগ্রহণ হবে। নির্বাচন প্রক্রিয়া চলবে মোট ৪৩ দিন। আগামী ৪ জুন ভোটের ফলাফল ঘোষণা করা হবে।