Congress: ভোটের মধ্যেই বিরাট ভাঙন! কংগ্রেসে ছেড়ে বিজেপিতে ৬ বারের বিধায়ক

লোকসভা ভোটের মধ্যেই বিরাট ভাঙন কংগ্রেসে (Congress)। মাথায় হাত সনিয়া-রাহুলের। ‘হাত’ ছাড়লেন ৬ বারের বিধায়ক। কংগ্রেস ত্যাগ করে বিজেপিতে নাম লিখিয়েছেন তিনি। ঘটনাটি মধ্যপ্রদেশের। আজ,…

Congress

লোকসভা ভোটের মধ্যেই বিরাট ভাঙন কংগ্রেসে (Congress)। মাথায় হাত সনিয়া-রাহুলের। ‘হাত’ ছাড়লেন ৬ বারের বিধায়ক। কংগ্রেস ত্যাগ করে বিজেপিতে নাম লিখিয়েছেন তিনি। ঘটনাটি মধ্যপ্রদেশের। আজ, মঙ্গলবার প্রাক্তন মন্ত্রী তথা ৬ বারের কংগ্রেস বিধায়ক রমনিবাস রাওয়াত বিজেপিতে যোগ দিয়েছেন।

মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদব, রাজ্য বিজেপি সভাপতি ভিডি শর্মা এবং প্রাক্তন স্বরাষ্ট্র মন্ত্রী নরোত্তম মিশ্রের উপস্থিতিতে শেওপুরে এক বিশাল সমাবেশে বিজেপিতে যোগ দেন রাওয়াত। তাৎপর্যপূর্ণ ভাবে যখন রাওয়াত ‘হাত’ ছেড়ে গেরুয়া শিবিরে নাম লেখান, সেই সময় মধ্যপ্রদেশে ভিন্দ জেলায় একটি জনসভায় ভাষণ দিচ্ছিলেন রাহুল গান্ধী।

   

স্বভাবতই এই ঘটনায় অস্বস্তিতে পড়েছে কংগ্রেস শিবির। যদিও এই দলবদলের ঘটনাকে আমল দিতে নারাজ তারা। প্রদেশ কংগ্রেস সাফ জানিয়ে দিয়েছে, মধ্যপ্রদেশের মানুষজন মোদী সরকারের উপর বীতশ্রদ্ধ। ইভিএম খুললেই হাতে নাতে তার প্রমাণ মিলবে। অন্যদিকে, ভোটের মধ্যে কংগ্রেসকে ভাঙাতে পেরে উচ্ছ্বসিত বিজেপি শিবির।

চলতি বছর মার্চ মাস থেকেই ভাঙন শুরু হয়েছে মধ্যপ্রদেশ কংগ্রেসে। দিন দশেক আগে প্রাক্তন বিধায়ক হরি বল্লভ শুক্লা তাঁর সমর্থক ও অন্যান্য নেতাদের নিয়ে ভোপালে এসেছিলেন। গতকাল ইন্দোর থেকে মনোনয়ন প্রত্যাহার করে নেন কংগ্রেসের অক্ষয়কান্তি বাম। কয়েক ঘণ্টার মধ্যেই তিনি বিজেপিতে যোগ দেন।

ইন্দোরের বর্তমান বিজেপি সাংসদ শঙ্কর লালওয়ানির বিরুদ্ধে বামকে প্রার্থী করেছিল কংগ্রেস। আগামী ১৩ মে ইন্দোরে ভোট হবে। প্রসঙ্গত, ২০১৯ সালের মতো এবারও মধ্যপ্রদেশে চার দফায় লোকসভা নির্বাচন হচ্ছে। প্রথম দফার ভোট ১৯ এপ্রিল, শেষ দফার ভোট ১৩ মে।

দেশজুড়ে এবার সাত দফায় লোকসভা নির্বাচন হচ্ছে। ১৯ এপ্রিল এবং ২৬ এপ্রিল, দু’দফার ভোট ইতিমধ্যেই সমাপ্ত হয়েছে। তৃতীয় ধাপে ৭ মে, চতুর্থ ধাপে ১৩ মে, পঞ্চম ধাপে ২০ মে, ষষ্ঠ ধাপে ২৫ মে এবং সপ্তম ধাপে ১ জুন ভোটগ্রহণ হবে। নির্বাচন প্রক্রিয়া চলবে মোট ৪৩ দিন। আগামী ৪ জুন ভোটের ফলাফল ঘোষণা করা হবে।