Loksabha election 2024: ভোটের মুখে রেখা পাত্রের জন্য বিশেষ ব্যবস্থা করে দিল স্বরাষ্ট্রমন্ত্রক

ভোটের আগে বিশেষ নিরাপত্তা পেলেন বিজেপি প্রার্থী রেখা পাত্র। বসিরহাট লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থীর জন্য এক্স ক্যাটাগরির নিরাপত্তার বন্দোবস্ত করল স্বরাষ্ট্রমন্ত্রক। সূত্র মারফৎ জানা গিয়েছে,…

Rekha Patra

ভোটের আগে বিশেষ নিরাপত্তা পেলেন বিজেপি প্রার্থী রেখা পাত্র। বসিরহাট লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থীর জন্য এক্স ক্যাটাগরির নিরাপত্তার বন্দোবস্ত করল স্বরাষ্ট্রমন্ত্রক। সূত্র মারফৎ জানা গিয়েছে, খুব তাড়াতাড়ি রেখা পাত্র সিআইএসএফ জওয়ান দ্বারা পরিবেষ্টিত থাকবেন। কিন্তু হঠাৎ ভোটের মুখে এই নিরাপত্তা কেন? স্বাভাবিক উঠেছে প্রশ্ন। জানা গিয়েছে, তার উপরে আক্রমণ হওয়ার সম্ভবনা আছে তাই ভোটের মুখে তাঁর জন্য এই বিশেষ ব্যবস্থা করল স্বরাষ্ট্রমন্ত্রক। প্রসঙ্গত সন্দেশখালির অন্যতম প্রতিবাদী মুখ হিসেবে উঠে এসেছিলেন তিনি। তারপরেই বিজেপি তাঁকে লোকসভা ভোটের টিকিট দিয়ে চমকে দেয়। সেই রেখা পাত্রর জন্য এইবার বিশেষ নিরাপত্তার ব্যবস্থা করা হলো।

Advertisements

তবে শুধু রেখা পাত্র নয়, ভোটের মুখে আরও পাঁচ বিজেপি নেতাও পাবেন কেন্দ্রীয় নিরাপত্তা বলয়। বহরমপুরের নির্মল সাহা, মথুরাপুরের অশোক পুরকাইত, জয়নগরের অশোক কাণ্ডারী, রায়গঞ্জের কার্তিক পাল ও ঝাড়গ্রামের প্রণত টুডু। স্বরাষ্ট্রমন্ত্রক সূত্রে এই ছয় বিজেপি প্রার্থীকে নিরাপত্তা দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং জানা গিয়েছে যে আগামী দুই দিনের মধ্যে তাঁদের সঙ্গে চব্বিশ ঘন্টা সিআইএসএফ জওয়ান থাকবে। কিন্তু এঁদের মধ্যে সবচেয়ে আলোচিত নাম রেখা পাত্র। কারণ তিনি শিবু হাজরা, উত্তম সরকারের বিরুদ্ধে গোপন জবানবন্দি দিয়েছিলেন। শেখ শাহজানের বিরুদ্ধে তিনি প্রথম গর্জে উঠছিলেন, তাই অনেকেরই মত তাঁর উপরে আক্রমণ হওয়া খুবই স্বাভাবিক।

Advertisements
   

এক্স ক্যাটাগরির নিরাপত্তায় প্রধানত দুজন সিকিউরিটি পার্সোনাল থাকে যাদের সঙ্গে অত্যাধুনিক অস্ত্র থাকে। ভোট প্রচারে অনেকসময় দেখা গিয়েছে রেখা পাত্র বারবার অসুস্থ হয়ে পড়েছে। যদিও সেই অসুস্থতা কাটিয়ে তিনি ফের ভোট প্রচারে নেমেছেন। এইবার দেখার তিনি কি বসিরহাট কেন্দ্র থেকে সহজেই জয় ছিনিয়ে নিতে পারবেন নাকি হেরে যাবেন।