প্রথম লেগের সেমিফাইনালের পর এবার দ্বিতীয় লেগেও সহজ জয় পেল মুম্বাই সিটি এফসি (Mumbai City FC)। নির্ধারিত সময় শেষে এবার ২-০ গোলের ব্যবধানে খেতাব জয় করলো রণবীর কাপুরের এই ফুটবল দল। এবার ট্রফি জয়ের লড়াই। আগামী ৪ঠা মে ইন্ডিয়ান সুপার লিগের ফাইনালে অ্যান্তোনিও লোপেজ হাবাসের মোহনবাগান সুপারজায়ান্টস ফুটবল দল। এখন সেই দিকেই নজর সকলের।
উল্লেখ্য, আজকের এই দ্বিতীয় সেমিফাইনালে শুরু থেকেই যথেষ্ট প্রভাব থেকেছে মুম্বাই সিটি এফসির। ঘরের মাঠে ম্যাচ থাকার সুবাদে অনেকটাই আত্মবিশ্বাসী ছিল মেহেতাবরা।
শেষ পর্যন্ত ২-০ গোলে জয় সুনিশ্চিত করে ফেলে পেট্রো ক্র্যাটকির ছেলেরা। আজ মুম্বাই সিটির জার্সিতে গোল পান যথাক্রমে জর্জ পেরেইরা দিয়াজ এবং লালরিয়ান জুয়ালা ছাংতে। যারফলে, দুইটি লেগ মিলিয়ে ৫-২ গোলের ব্যবধানে জয় সুনিশ্চিত করল মুম্বাই সিটি এফসি। প্রথম থেকেই অ্যাডভান্টেজ থাকার সুবাদে যথেষ্ট চন মনে থাকতে দেখা যায় গতবারের লিগশিল্ড জয়ীদের।
তবে পাল্টা লড়াই দিতে ছাড়েনি মানলো মার্কেজের শক্তিশালী এফসি গোয়া। নোয়া সাদাউ থেকে শুরু করে কার্লোস মার্টিনেজ হোক কিংবা ব্র্যান্ডন ফার্নান্ডেস। সুযোগ মত আক্রমণ শানিয়ে গিয়েছে সকলেই। কিন্তু গোলের মুখ খোলা সম্ভব হয়নি তাদের পক্ষে।
বরং দ্বিতীয়ার্ধে প্রতিপক্ষের জালে বল জড়িয়ে যান জর্জ পেরেইরা। তারপর থেকেই যথেষ্ট চাপে পড়ে যায় গোয়া শিবির। বেশ কয়েকবার প্রতিপক্ষ দলের রক্ষণভাগে উঠে আসলেও কাজের কাজ আদতে কিছুই হয়নি। বরং ম্যাচের এক্কেবারে শেষ লগ্নে এসে ছাংতের করা গোলে স্বপ্ন শেষ হয়ে যায় গোয়া দলের।