Sandeshkhali: সুপ্রিম কোর্টে স্থগিত সন্দেশখালি মামলার শুনানি

লোকসভা ভোটের মুখে বড় চমক। সুপ্রিম কোর্টে স্থগিত হয়ে গেল সন্দেশখালি (Sandeshkhali) মামলার শুনানি। সন্দেশখালি মামলার শুনানি এক ধাক্কায় তিন মাস পিছিয়ে গেল। সন্দেশখালিতে জমি…

Supreme Court to Hear Multiple Petitions Against Waqf Amendment Act Today

লোকসভা ভোটের মুখে বড় চমক। সুপ্রিম কোর্টে স্থগিত হয়ে গেল সন্দেশখালি (Sandeshkhali) মামলার শুনানি।

সন্দেশখালি মামলার শুনানি এক ধাক্কায় তিন মাস পিছিয়ে গেল। সন্দেশখালিতে জমি দখল ও যৌন হেনস্থার অভিযোগে সিবিআই তদন্তের নির্দেশ কলকাতা হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে পশ্চিমবঙ্গ সরকারের আবেদনের শুনানি জুলাই পর্যন্ত স্থগিত করল সুপ্রিম কোর্ট। এদিকে আদালতের পর্যবেক্ষণ অনুযায়ী, ‘হাইকোর্ট শুধু জমি দখল মামলায় তথ্য চেয়েছিল। সেখানে কিছু অতিরিক্ত তথ্য দেওয়ার জন্য সময় চেয়েছিল পশ্চিমবঙ্গ সরকার। রাজ্য কেন বিশেষ কিছু ব্যক্তির স্বার্থরক্ষা করছে।’ 

শুনানি চলাকালীন মমতা সরকারের আইনজীবী অভিষেক মনু সিংভি বলেন, ‘মামলা সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য ও নথি রাজ্যের হাতে চলে এসেছে। তাই সিবিআই তদন্ত বন্ধ করুন।’ এদিকে বিচারপতি বি আর গাভাই এবং সন্দীপ মেহতার একটি ডিভিশন বেঞ্চ তখন পর্যবেক্ষণ করেছিল যে এই মামলার অভিযোগ গুরুতর। রয়েছে মহিলাদের উপর অত্যাচার, জমি দখলের অভিযোগ।

আদালত সরকারের আচরণে বিস্ময় প্রকাশ করে বলেছে যে রাজ্য সরকার এমন এক ব্যক্তির বিরুদ্ধে তদন্তের বিরোধিতা করছে, যার বিরুদ্ধে গুরুতর অভিযোগ রয়েছে। আদালত বলেছে, মামলা ঝুলে থাকার কথা উল্লেখ করে মমতা সরকারের হাইকোর্টে কোনও সুবিধা নেওয়ার চেষ্টাও করা উচিত নয়।

Advertisements