মানুষ আজকাল ভাইরাল (Viral Video) হওয়ার জন্য কত কিই না করে! সোশ্যাল মিডিয়ার জমানায় সস্তায় প্রচার পেতে চান অনেকেই৷ ফেসবুক হোক বা ইনস্টাগ্রাম, বা অন্য কোনও প্ল্যাটফর্মে এমন কত কিছুই তো আমাদের চোখে পড়ে৷ কিছু আমরা দেখি, কিছু আবার এড়িয়েও যাই৷ আর এসবের মাঝেই কোনও কোনও ভিডিওতে আমাদের চোখ আটকে যায়৷ এই যেমন নজর কাড়লেন অনিলভাই খট্টর৷
কে এই অনিলভাই খট্টর?
আগেই তিনি নজরে এসেছিলেন নেটিজেনদের৷ ভোটের আবহে ফের একবার সংবাদ শিরোনামে তাঁর নাম৷ গুজরাটের আনন্দে ‘তুলসী পানিপুরী সেন্টার’ নামে একটি দোকান চালান তিনি। বর্তমানে অনিলভাই স্থানীয়দের কাছে হয়ে উঠেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ডুপ্লিকেট ভার্সন! কারণ মোদীর মুখের আদলের সঙ্গে অনেকটাই মিল রয়েছে তাঁর মুখের। আর সেই কারণে ভাইরাল (Viral Video) তিনি!
তবে অনিলভাই বলেন, ‘উও চায়েওয়ালে থে, ম্যায় পানিপুরীওয়ালা হুঁ৷’ সেই ১৮ বছর বয়স থেকে ফুচকা বিক্রি করছেন তিনি৷ চাট বিক্রেতা হিসেবেও তাঁর নামডাক রয়েছে এলাকায়৷
৭১ বছর বয়সী এই ফুচকাওয়ালা মোদীর দ্বারা অনুপ্রাণিতও৷ ভারতকে স্বচ্ছ রাখতে তিনি ফুচকার দোকান ও তার চারপাশ সর্বদা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখেন৷ বহু দূর দূর থেকে তাঁর কাছে ফুচকা খেতে আসেন অনেকে এবং সেই সঙ্গে প্রধানমন্ত্রী মোদীর মতো দেখতে অনিলভাই-এর সঙ্গে সেলফিও তুলে নেন তাঁরা!