শনিবার দিল্লি ক্যাপিটালস ও মুম্বই ইন্ডিয়ান্সের মধ্যকার আইপিএলের ৪৩তম ম্যাচে দারুণ জয় পেয়েছে ক্যাপিটালস। ক্যাপিটালস এই ম্যাচে পৃথ্বী শকে (Prithvi Shaw) বাদ দিলেও তাঁর সম্ভাব্য বান্ধবী নিধি তাপাদিয়া (Nidhi Tapadia) সকলের দৃষ্টি আকর্ষণ করেছেন। এই ম্যাচে নিধি তাপাডিয়াকে দিল্লি ক্যাপিটালসকে চিয়ার করতে দেখা গিয়েছিল ।
নিধি তাপাদিয়ার ছবি ইন্টারনেটে ভাইরাল হচ্ছে। তিনি নীল রঙের পোশাক পরেছেন। চোখে রয়েছে চশমা। তাঁর এই ছবিগুলি ইন্টারনেটে আলোড়ন সৃষ্টি করেছে। ভাইরাল হওয়া এই সব ছবিতে অনেক মজার মজার কমেন্টও এসেছে।
একজন ব্যবহারকারী লিখেছেন- মোয়ে মোয়ে হো গয়া বেচারি কা। আজ শ এর শো দেখতে পাইনি। একজন লিখেছেন- আপনার হটনেসের কোনও জবাব নেই।
View this post on Instagram
মহারাষ্ট্রের নাসিকে জন্মগ্রহণকারী নিধি তাপাড়িয়া একজন মডেল এবং অভিনেত্রী। তিনি অনেক পাঞ্জাবি গানে কাজ করেছেন। এর মধ্যে রয়েছে জাট্টা কোকা, ইয়াদ কারকার, গিপ্পি গ্রেওয়ালের সোনে ডি-র মতো গান। ইনস্টাগ্রামেও বেশ জনপ্রিয় নিধি। পৃথ্বী ও নিধির সম্পর্ক নিয়ে আলোচনা হয়েছিল IIFA 2023 চলাকালীন। যেখানে তাঁদের একসঙ্গে দেখা গিয়েছিল।
এর আগে বলা হচ্ছিল যে দুজনের ব্রেকআপ হয়েছে, তবে নিধি তাপাদিয়া তাঁর ইনস্টাগ্রামে পৃথ্বীকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে এই জল্পনার অবসান ঘটান। পৃথ্বী শ’র এই আইপিএলে পারফরম্যান্স খারাপ। শ সাত ম্যাচে ১৮৫ রান করেছেন।