লোকসভা নির্বাচন চলাকালীন সন্দেশখালিতে বড় অ্যাকশন চালিয়েছে সিবিআই এবং এনএসজি। সন্দেশখালির বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে পুলিশের রিভলবার ও বিদেশি আগ্নেয়াস্ত্রসহ বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করেছে। এদিকে এই ঘটনা নিয়ে এবার রাজ্যের শাসক দলের বিরুদ্ধে সরব হলেন বিজেপি প্রার্থ অগ্নিমিত্রা পল (Agnimitra Paul)।
আজ শনিবার তিনি সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে বলেন, “মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশমন্ত্রী, তাঁর পুলিশকর্মীরা কী করছিলেন? ঘুমোচ্ছিলেন? কেন সন্দেশখালিতে ইডি, সিবিআইকে ঢুকতে দেওয়া হল না, তা আজ জানা গিয়েছে। তৃণমূল আসলে ভেবেছিল যে তারা এই অস্ত্র ও গোলাবারুদ ব্যবহার করে সন্ত্রাস ছড়িয়ে দেবে। আগামী ৪ জুন পশ্চিমবঙ্গের মানুষ যোগ্য জবাব দেবেন।”
#WATCH | Paschim Medinipur, West Bengal: As CBI recovers cache of arms and ammunition from Sandeshkhali, BJP leader and candidate from Medinipur Agnimitra Paul says, “…Mamata Banerjee is the police minister, what her police personnel was doing? sleeping? Today we came to know… pic.twitter.com/hG3DrDH5fa
— ANI (@ANI) April 27, 2024
শুক্রবার সিবিআই তাদের সমাজ মাধ্যমে একটি ছবি পোস্ট করে উদ্ধার হওয়া তথ্যের বিবৃতি দেয়। তাদের তরফে বলা হয়েছে ৭টি স্মল আর্মস উদ্ধার হয়েছে।৭টির মধ্যে ৪টি বিদেশি আগ্নেয়াস্ত্র, বাকি দেশি পিস্তল। ২২৮ রাউন্ড কার্তুজ উদ্ধার হয়েছে। উদ্ধার হয়েছে দেশি বোমা। একইসঙ্গে বেশ কয়েকটি পরিচয়পত্র, সোনার গয়নার ব্যাগ এবং বিল উদ্ধার হয়েছে। ইডির হারিয়ে যাওয়া নথিও উদ্ধার হয়েছে। অস্ত্র উদ্ধারের পর তৃণমূল কংগ্রেস ও বিজেপি একে অপরকে দোষারোপ করেছে।
প্রাক্তন তৃণমূল কংগ্রেস নেতা শাহজাহান শেখের সমর্থকদের এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) দলের উপর হামলার ঘটনায় এই অভিযান চালানো হয়। আধিকারিকরা জানিয়েছেন, সিবিআই, বম্ব ডিসপোজাল স্কোয়াড, ন্যাশনাল সিকিউরিটি গার্ড (এনএসজি), কেন্দ্রীয় আধাসামরিক বাহিনী এবং পশ্চিমবঙ্গ পুলিশের একটি দল উত্তর ২৪ পরগনা জেলার সুন্দরবনের প্রান্তে একটি গ্রামে অভিযান চালায়। আর এই অভিযানে ব্যাপক অস্ত্র শস্ত্র সেইসঙ্গে গোলাবারুদ উদ্ধার হয়েছে।