দেশজুড়ে চলছে লোকসভা নির্বাচন (Lok Sabha Election)। সাত দফায় ভোট হচ্ছে এবার। বেশকিছু কেন্দ্রে ইতিমধ্যেই ভোট হয়ে গিয়েছে। আবার অনেক কেন্দ্রের প্রার্থীরা মনোনয়ন জমা দিচ্ছেন। সেই মতো বীরভূম কেন্দ্রে বিজেপির প্রতীকে মনোনয়ন জমা দিয়েছিলেন দলের ঘোষিত প্রার্থী প্রাক্তন আইপিএস দেবাশিস ধর। ওই একই কেন্দ্রে বিজেপির টিকিটে মনোনয়ন জমা দিলেন দলের আরেক নেতা।
একই কেন্দ্রে বিজেপি প্রতীকে দু’জন মনোনয়ন জমা দেওয়ায় স্বভাবতই শোরগোল পড়ে গিয়েছে। প্রথমে মনোনয়ন জমা দিয়েছিলেন দেবাশিস ধর। আর আজ, বৃহস্পতিবার মনোনয়ন জমা দিলেন দেবতনু ভট্টাচার্য। মনোনয়ন জমা দেওয়ার পর তিনি জানিয়েছেন, দল তাঁকে এই আসন থেকে মনোনয়ন জমা দেওয়ার কথা বলেছে। তিনি দলের নির্দেশ মেনে কাজ করেছেন। এর বেশি কিছু বলতে চাননি তিনি।
প্রচার শুরুর বিষয়ে দেবতনুবাবুকে জিজ্ঞেস করা হলে তিনি বলেন, দলের নির্দেশে মনোনয়ন জমা দিয়েছি। দল যবে থেকে বলবে, তবে থেকেই প্রচার শুরু করব। বিজেপি নেতা জগন্নাথ চট্টোপাধ্যায় এই প্রসঙ্গে বলেন, বীরভূমে আমাদের প্রার্থী দেবাশিস ধরের বিরুদ্ধে চক্রান্ত করছেন মুখ্যমন্ত্রী। তাই সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে দলের তরফে আরও একজন মনোনয়ন জমা দিলেন।
প্রসঙ্গত, বিভিন্ন নির্বাচনে রাজনৈতিক দলগুলি ‘ডামি প্রার্থী’ দিয়ে থাকে। কোনও কারণে একজনের মনোনয়ন বাতিল হয়ে গেলে, ডামি প্রার্থী দলের প্রতীকে লড়াই করার সুযোগ পান। এ জাতীয় ঘটনা আগেও ঘটেছে বঙ্গে। বীরভূম কেন্দ্রে শতাব্দী রায়কে টিকিট দিয়েছে তৃণমূল। শতাব্দীর মূল প্রতিপক্ষ বিজেপি দেবাশিস ধরকে বিভিন্ন সভা থেকে কড়া আক্রমণ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
প্রসঙ্গত, দেশজুড়ে এবার সাত দফায় লোকসভা নির্বাচন হচ্ছে। ১৯ এপ্রিল প্রথম দফায় গোটা দেশের ১০২টি আসনে নির্বাচন হয়েছে। দ্বিতীয় ধাপে ২৬ এপ্রিল, তৃতীয় ধাপে ৭ মে, চতুর্থ ধাপে ১৩ মে, পঞ্চম ধাপে ২০ মে, ষষ্ঠ ধাপে ২৫ মে এবং সপ্তম ধাপে ১ জুন ভোটগ্রহণ হবে। নির্বাচন প্রক্রিয়া চলবে মোট ৪৩ দিন। আগামী ৪ জুন ভোটের ফলাফল ঘোষণা করা হবে।