UGC NET 2024: শুরু হয়ে গেল ইউজিসি নেট ২০২৪ পরীক্ষার ফর্ম ফিলাপ, রইল সম্পূর্ণ তথ্য

UGC NET 2024: শুরু হয়ে গেল ইউজিসি ২০২৪ এর জুন সেশনের পরীক্ষার আবেদন। সেই কারণেই ইউজিসি বিশেষ লিঙ্ক প্রকাশ করেছে।সেখানে ক্লিক করলে জুন সেশনের পরীক্ষায়…

CSIR-UGC-NET postponed

UGC NET 2024: শুরু হয়ে গেল ইউজিসি ২০২৪ এর জুন সেশনের পরীক্ষার আবেদন। সেই কারণেই ইউজিসি বিশেষ লিঙ্ক প্রকাশ করেছে।সেখানে ক্লিক করলে জুন সেশনের পরীক্ষায় আবেদন পত্র পাওয়া যাবে। সেখান থেকেই করা যাবে আবেদন।

ইউজিসি নেট পরীক্ষার দিনক্ষণ

   

১৬ জুন ইউজিসি নেট ২০২৪ এই পরীক্ষা শুরু হতে চলেছে। তবে তার আগে শুরু হয়ে গিয়েছে আবেদন জমার পর্ব। এই আবেদন অনলাইনের মাধ্যমে করা যাবে। আবেদন পর্ব চলবে আগামী ১০ মে পর্যন্ত। তারপর ন্যাশনাল টেস্টিং এজেন্সি পরীক্ষা গ্রহণ করবে। তবে তার আগে, ১৩ মে থেকে সময় দেওয়া হয়েছে যাতে আবেদনে কোনও ভুল না থাকে তা দেখে নেওয়ার ।

ফর্ম জমা করার লিঙ্ক

ইউজিসির অফিশিয়াল ওয়েবসাইট https://ugcnet.nta.ac.in/ এ ক্লিক করে ফর্ম জমা দেওয়া যাবে। যেখানে জেনারেল কোটার পরীক্ষার্থীদের ফর্মের দাম ১,১৫০ টাকা, জেনারেল কোটায় অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া প্রার্থীদের জন্য ফর্মের দাম ৬০০ টাকা, পিছিয়ে পড়া শ্রেণি, এসসি, এসটি, সমলিঙ্গ পরীক্ষার্থীদের জন্য ফর্মের দাম ৩২৫ টাকা রাখা হয়েছে।

পরীক্ষার্থীর যোগ্যতা

এই পরীক্ষায় বসতে গেলে পরীক্ষার্থীদের অবশ্যই ইউজিসি কর্তৃক স্বীকৃত যে কোনো শিক্ষা প্রতিষ্ঠান ও বিশ্ববিদ্যালয় থেকে নিতে হবে সংসাপত্র। ইউজিসি নেট পরীক্ষা এই বছর মোট ৮৩ টি বিষয়ের আয়োজন করা হয়েছে। যেখানে প্রার্থীদের মাস্টার্স ডিগ্রিতে কমপক্ষে ৫৫ শতাংশ নম্বর পেতে হবে। তবে সংরক্ষিত বিভাগ বা কোটার প্রার্থীদের জন্য পাঁচ শতাংশ ছাড় দেওয়া হয়েছে।