লোকসভা ভোটের মুখে দেশের বড় ঘটনা ঘটে গেল। এবার বিহারে (Bihar) শাসক দল অর্থাৎ জনতা দল (ইউনাইটেড)-এর নেতাকে গুলি করে হত্যা করার অভিযোগ উঠল। রাজধানী পাটনার পুনপুন এলাকায় এই হত্যাকাণ্ডের পর মানুষের ক্ষোভে ফেটে পড়েছে।
বৃহস্পতিবার সকালে এই ঘটনার পর পাটনা-পুনপুন রোড অবরোধ করে তুমুল হইচই শুরু করেন সাধারণ মানুষ। পাটনার পুনপুন জেলার পাইমার গ্রামের কাছে বেলদিয়া ব্রিজের কাছে অজ্ঞাতপরিচয় আততায়ীদের গুলিতে নিহত হয়েছেন জেডিইউ নেতা সৌরভ কুমার। এ সময় তার এক বন্ধু মুনমুন কুমার আহত হন বলে খবর। চিকিৎসার জন্য তাঁকে পাটনার কাঁকরবাগের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁর অবস্থা আশঙ্কাজনক। এদিকে এই ঘটনার খবর পাওয়া মাত্রই পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে ঘটনার তদন্ত শুরু করে।
অন্যদিকে ঘটনার খবর ছড়িয়ে পড়তেই গ্রামের মানুষ রাস্তায় নেমে আসে। পাটনা পুনপুন রোড অবরোধ করে তীব্র বিক্ষোভ শুরু করেছেন সাধারণ মানুষ। ঘটনার খবর পাওয়া মাত্রই সিটি এসপি (পূর্ব) ভরত সোনি, ডিএসপি মাসৌরি কানহাইয়া সিং এবং দলবল ঘটনাস্থলে পৌঁছে লোকজনকে বোঝানোর চেষ্টা শুরু করেন। ঘটনার সত্যতা স্বীকার করে ডিএসপি কানহাইয়া সিং বলেন, দুষ্কৃতীরা জেডিইউ নেতার মাথায় গুলি করে।