নতুন মরশুম থেকেই ইন্ডিয়ান সুপার লিগ খেলবে মহামেডান স্পোর্টিং ক্লাব (Mohammedan SC)। আইলিগ জয়ের পর থেকে তারই প্রস্তুতি শুরু করে দিয়েছে এই ম্যানেজমেন্ট। যতদূর খবর, আগের তুলনায় বাজেট ও অনেক গুন বাড়তে চলেছে এবার। তবে সেক্ষেত্রে বেশকিছু বদল আসতে চলেছে দলের অন্দরে। বিদেশি ফুটবলার তথা অ্যালেক্সিস গোমেজ থেকে শুরু করে হার্নান্দেজের মত ফুটবলারদের সঙ্গে চুক্তি বাড়ানো হলেও বদল করা হতে পারে বেশকিছু ভারতীয় ফুটবলারদের। দল ছাড়তে পারেন মহামেডান দলের অন্যতম ভরসাযোগ্য ফুটবলার ডেভিড লালাসাঙ্গা।
ডুরান্ড কাপের পাশাপাশি আইলিগে ও তার পা থেকে এসেছে একাধিক গোল। যা অধিকাংশ ক্ষেত্রেই দলকে এগিয়ে এনে দিয়েছে জয়। তবে নতুন মরশুমে আর হয়ত মহামেডান দলে খেলা হবে না ডেভিড লালাসাঙ্গার। শোনা যাচ্ছে, মহামেডান ছেড়ে পড়শী ক্লাব ইমামি ইস্টবেঙ্গলের সঙ্গে যুক্ত হচ্ছেন এই ভারতীয় ফুটবলার।
সেক্ষেত্রে আইজল এফসির অন্যতম দাপুটে ফুটবলার লালবিয়াকনিয়াকে দলে নিতে পারে রেড রোডের এই ফুটবল ক্লাব। যা নিঃসন্দেহে অনেকটাই শক্তিশালী করে তুলবে দলকে। তবে শুধু এই ফুটবলার নয়। বিশেষ সূত্র মারফত খবর, আইজল এফসির এক তরুণ ডিফেন্ডারের দিকে ও নজর রয়েছে এবারের এই আইলিগ জয়ী ফুটবল দলের।
তিনি জো জোহেরলিয়ানা। এবারের এই ফুটবল মরশুমে আইজল এফসিতে বেশ সক্রিয় থেকেছেন এই রাইট ব্যাক। মোট ১৬ টি অ্যাপিয়ারেন্সের পাশাপাশি চারটি গোল এবং তিনটি অ্যাসিস্ট ছিল এই মিজো ফুটবলারের। শোনা যাচ্ছে, আইএসএলের কথা মাথায় রেখে তার প্রতি যথেষ্ট আগ্রহ দেখিয়েছে মহামেডান। বর্তমানে অনেকটাই ইতিবাচক সমস্ত কিছু। আগামী কয়েক সপ্তাহের মধ্যে তাকে নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারে সাদা-কালো শিবির।