ইস্টবেঙ্গল ক্লাবকে (East Bengal) নিয়ে ফের বড় ধরণের আপডেট উঠে আসছে। ক্লাব যে ইতিমধ্যে পরের মরসুমের জন্য ভাবনা চিন্তা করা শুরু করে দিয়েছে সেটা এখন আর কারও অজানা নয়। নতুন যে আপডেট সামনে এসেছে সেটাও ইস্টবেঙ্গলের আগামী সিজনের অংশ।
দাবি করা হচ্ছে, নতুন মরসুমের আগে ভালো করে প্রস্তুতি সম্পন্ন করতে চাইছে ইস্টবেঙ্গল ক্লাব। সে জন্য প্রস্ততি ম্যাচ খেলতে পারে ক্লাব। স্থানীয় কিংবা দেশের ক্লাবেদের মধ্যে প্রস্তুতি ম্যাচ নতুন কিছু নয়। প্রস্তুতি নেওয়ার জন্য ইন্ডিয়ান সুপার লিগের ক্লাব বাংলার ‘ছোটো ক্লাব’-এর সঙ্গেও ম্যাচ খেলে থাকে।
ইস্টবেঙ্গল আরও এক ধাপ এগিয়ে ভাবছে বলে শোনা। সব ঠিক থাকলে নাকি বাংলাদেশের অন্যতম সফল ক্লাব বসুন্ধরা কিংসের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচ খেলতে পারে কলকাতার শতাব্দী প্রাচীন ক্লাব। বসুন্ধরা কিংস গতবারের এএফসি খেলা দল। মোহনবাগানের হাইপ্রোফাইল দলের বিরুদ্ধে দুই লেগেই আধিপত্য বিস্তার করেছিল। বসুন্ধরা কিংসের সঙ্গে প্রস্তুতি ম্যাচ খেললে ইস্টবেঙ্গলের প্রস্তুতি যে বেশ ভালই হবে সেটা বলার অপেক্ষা রাখে না।
As per Bangladesh media reports, East Bengal will play two friendly matches against Basundhara Kings in the pre-season preparation, if everything goes well.#JoyEastBengal #BasundharaKings pic.twitter.com/1yO0EqdXFz
— Tᴏʀᴄʜ Bᴇᴀʀᴇʀs 🔴🟡 (@TORCH__BEARERS) April 20, 2024
বসুন্ধরা কিংসের সঙ্গে একাধিকবার জড়িয়ে ইস্টবেঙ্গলের নাম। ইন্ডিয়ান সুপার লিগ খেলার লক্ষ্যে এক সময় কিংসের সঙ্গে ইস্টবেঙ্গলের কথাবার্তা এগিয়েছিল অনেক দূর। বলা চলে আলচোনা প্রায় চূড়ান্ত হওয়ার পথে ছিল। শেষ পর্যন্ত চুক্তি হয়নি। তবে যোগাযোগ রয়েছে। ইস্টবেঙ্গল বনাম বসুন্ধরা কিংস ম্যাচ হতে চলেছে, সেটা এখনই নিশ্চিত করে বলা যাচ্ছে না। আপাতত বিষয়টা সম্ভাবনার স্তরে রয়েছে বলে ধরে নেওয়া হচ্ছে।