গত বছরের ডিসেম্বরে মোহনবাগান সুপার জায়ান্টের বিরুদ্ধে জিতে উচ্ছ্বাসে ফেটে পড়েছিলেন প্রীতম কোটাল (Pritam Kotal)। যুবভারতী ২৭ ডিসেম্বরের সেই ম্যাচে ০-১ গোলে হেরেছিল মোহনবাগান। প্রীতম সহ ব্লাস্টার্স ফুটবলার-সমর্থকদের মুখে ফুটেছিল হাসি।
২৭ ডিসেম্বর ২০২৩ এর পর এখন ২০২৪-এর এপ্রিল। দুই মেরুতে দুই দল। মোহনবাগান সুপার জায়ান্ট খেলবে ইন্ডিয়ান সুপার লিগের সেমিফাইনাল। কেরালা ব্লাস্টার্স বিদায় নিয়েছে প্লে অফ পর্ব থেকে। ওড়িশা এফসির বিরুদ্ধে হেরে এবারের মতো আইএসএল অভিযান শেষ করেছেন ইয়েলো আর্মি।
ডিসেম্বরের সেই সন্ধ্যায় যুবভারতী ক্রীড়াঙ্গনে প্রীতম কোটালের উচ্ছ্বাস প্রকাশ করার ধরণ ছিল চোখে পড়ার মতো। মোহনবাগানকে হারিয়ে প্রীতম যে অনেক প্রশ্নের উত্তর দিতে চেয়েছিলেন সেটা স্পষ্ট। পেশাদার ফুটবলার মুখে কিছু না বলে মাঠে জবাব দিয়েছিলেন।
Pritam Kotal back in December celebrating the win against Mohun Bagan
Three Months Later,
Mohun Bagan is crowned as the Champions of India and Pritam's Kerala Blasters are out of ISL PlayoffsLife comes too fast! Isn't it? 💚❤pic.twitter.com/nQ5KwViugt
— Mohun Bagan Hub (@MohunBaganHub) April 19, 2024
কথাতেই রয়েছে এক মাঘে শীত কাটে না। এবারের মতো কেরালা ব্লাস্টার্সের অভিযান শেষ হয়েছে। ফাইনাল ম্যাচ থেকে আর এক ধাপ দূরে রয়েছে মোহনবাগান সুপার জায়ান্ট। সদ্য জিতেছে লিগ শিল্ড। কেরালার নামের পাশে নেই কোনও ট্রফি। ওড়িশা এফসির বিরুদ্ধে প্লে অফের ম্যাচে ১-২ গোলে হেরেছে ব্লাস্টার্স। প্রীতম ছিলেন না দলের প্রথম একাদশে। পরিবর্ত হিসেবে তাঁকে মাঠে নামিয়েছিলেন কেরালা ব্লাস্টার্স কোচ ইভান ভুকামানোভিচ। দুর্গ রক্ষা করতে পারেননি প্রীতম।