ফের একবার তৃণমূল সরকারকে তুলোধনা করলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ (Yogi Adityanath)। রামনবমীর (Ramnavami) মিছিলে বাংলাজুড়ে যে বিক্ষিপ্ত হিংসার ঘটনা ঘটেছে তা নিয়ে এবার মমতা সরকারকে আক্রমণ করলেন যোগী।
আজ শনিবার মুখ্যমন্ত্রী সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে বলেন, ‘বাংলায় রামনবমীতে শোভাযাত্রার সময় যে হিংসা হয়ে তার জেরে সনাতন বিশ্বাসে আঘাত লেগেছে।’ তিনি বলেন, ‘রামনবমী সবে শেষ হয়েছে। বিজেপি শাসিত সব রাজ্যেই রামনবমীর অনুষ্ঠান ও শোভাযাত্রা নিরাপদে সম্পন্ন হলেও পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেস (TMC) সরকারের কারণে রামনবমীর মিছিলে হামলা হয়েছে, অর্থাৎ সনাতন আস্থাকে কতটা আঘাত করার চেষ্টা করা হচ্ছে, তা আরও একবার দেখা গিয়েছে সেখানে।’
বিজেপি শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রী আরও বলেন, “আমাদের ভুলে যাওয়া উচিত নয় যে আইনের শাসন সুশাসনের প্রথম শর্ত এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে বিজেপি এবং বিজেপি রাজ্য সরকারগুলিও দেশে সুরক্ষার আরও ভাল পরিবেশ সরবরাহ করার জন্য কাজ করেছে।” লোকসভা নির্বাচনের প্রথম দফায় পশ্চিমবঙ্গের তিনটি আসনে ভোট হয়েছে। আর এই ভোটের সময়েও বিক্ষিপ্ত হিংসার ঘটনা ঘটেছে।
#WATCH | Uttar Pradesh CM Yogi Adityanath says, “Ram Navami celebrations and processions were conducted safely in all the states ruled by the BJP, but due to the TMC government of West Bengal, Ram Navami processions were attacked there and efforts were made to hurt ‘Sanatan’… pic.twitter.com/cfVVIU62fe
— ANI (@ANI) April 20, 2024