ISL Update: গোল্ডেন বুটের দৌড়ে সবুজ-মেরুনের এই দুই বিদেশি

শুক্রবার থেকেই শুরু হতে চলেছে ইন্ডিয়ান সুপার লিগের (ISL) প্লে-অফের লড়াই। যেখানে প্রথম ম্যাচে মুখোমুখি হতে চলেছে সার্জিও লোবেরার ওডিশা এফসি এবং ইভান ভুকোমানোভিচের কেরালা…

Jason Cummings, Dimitri Petratos

short-samachar

শুক্রবার থেকেই শুরু হতে চলেছে ইন্ডিয়ান সুপার লিগের (ISL) প্লে-অফের লড়াই। যেখানে প্রথম ম্যাচে মুখোমুখি হতে চলেছে সার্জিও লোবেরার ওডিশা এফসি এবং ইভান ভুকোমানোভিচের কেরালা ব্লাস্টার্স। এই ম্যাচে যে জয় পাবে সে পরবর্তী রাউন্ডে অর্থাৎ সেমিফাইনালে নিজেদের নিশ্চিত করবে। তারপর লড়াইয়ে নামবে দুই হেভিওয়েট মোহনবাগান সুপারজায়ান্টস এবং মুম্বাই সিটি এফসি।

   

প্রত্যেকেরই টার্গেট এবারের আইএসএল ট্রফি। একদিকে যেমন টুর্নামেন্টের শিল্ড জেতার পর গতবারের ধারা বজায় রেখে ট্রফি জয়েই লক্ষ্য মোহনবাগানের, অন্যদিকে ঠিক তেমন ভাবেই সকলকে টেক্কা দিয়ে নিজেদের সেরা করে তোলার লড়াই বাকি পাঁচ ফুটবল ক্লাবের।

পাশাপাশি এই ফুটবল টুর্নামেন্টের গোল্ডেন বুটের দিকেও নজর রয়েছে সকলের।‌ নিয়ম অনুযায়ী, প্রত্যেক বছর আইএসএলের সর্বোচ্চ গোলদাতার হাতেই ওঠে গোল্ডেন বুট। গতবার সকলকে টেক্কা দিয়ে এই খেতাব জয় করেছিলেন ওডিশা এফসির ব্রাজিলিয়ান ফরোয়ার্ড দিয়াগো মরিসিও। তবে এই সিজনে অনেকটাই বদলে গিয়েছে সমীকরণ।

এখনো পর্যন্ত অর্থাৎ প্লে-অফের লড়াই শুরু হওয়ার আগে পর্যন্ত সর্বোচ্চ গোলদাতার তালিকায় শীর্ষস্থানে রয়েছে কেরালার ব্লাস্টার্স দলের গ্রীক ফুটবলার দিমিত্রিওস ডায়মান্টাকোস। এখনো পর্যন্ত মোট ১৭ টি ম্যাচ খেলে ১৩ টি গোল এসেছে এই ফুটবলারের পা থেকে। পরবর্তীতে যা অনেকটাই আত্মবিশ্বাস দেবে তাকে। তার ঘাড়ের কাছেই নিশ্বাস ফেলছে রয়কৃষ্ণা। উল্লেখ্য, আইএসএলের মঞ্চে যথেষ্ট পরিচিত ফিজির এই ম্যাজিশিয়ান। ওডিশা এফসির জার্সিতে এখনো পর্যন্ত ২০টি ম্যাচ খেলে করেছেন মোট ১২টি গোল।

তারপর তৃতীয় স্থানেই রয়েছেন অজি স্ট্রাইকার জেসন কামিন্স। মোহনবাগানের জার্সিতে এখনো অব্দি ২০টি ম্যাচ খেলে করেছেন ১০টি গোল। এবারের এই শিল্ড জয়ের ক্ষেত্রে যথেষ্ট গুরুত্বপূর্ণ ভূমিকা থেকেছে এই বিদেশী ফুটবলারের। তারপরেই রয়েছেন গতবারের গোল্ডেন বুট জয়ী দিয়াগো মরিসিও। তার ও ঝুলিতে এখনো অব্দি ১০টি গোল। তারপর পঞ্চম স্থানে রয়েছেন এফসি গোয়ার তারকা স্ট্রাইকার কার্লোস মার্টিনেজ। এখনো পর্যন্ত ২১ ম্যাচ খেলে করেছেন ১০টি গোল।

এরপর গোয়ার আরেক বিদেশি ফুটবলার নোয়া সাদাউয়ের পরেই রয়েছেন আরেক বাগান ফুটবলার। তিনি দিমিত্রি পেত্রাতোস। তার ও ঝুলিতে রয়েছে এখন অব্দি ১০টি গোল। হিসেব অনুযায়ী দেখলে এবারের গোল্ডেন বুটের দৌড়ে বাকিদের থেকে কিছুটা হলেও অ্যাডভান্টেজ রয়েছে ডায়মান্টাকোসের। তবে বর্তমান সময়ে মোহনবাগান দলের যা পারফরম্যান্স, তা অনায়াসেই বদলে দিতে পারে সমস্ত কিছু।