Loksabha Election 2024: নিশীথ-উদয়ন সংঘর্ষের আশঙ্কা নিয়ে ভোটের লাইনে জনতা

লোকসভা নির্বাচনের (Loksabha Election 2024) সূচি অনুসারে পশ্চিমবঙ্গের কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি তিন জেলার তিন আসনে এদিন ভোটগ্রহণ। বাংলাদেশ ও ভুটান দুটি দেশের সীমান্ত সংলগ্ন বছরগুলোতে…

লোকসভা নির্বাচনের (Loksabha Election 2024) সূচি অনুসারে পশ্চিমবঙ্গের কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি তিন জেলার তিন আসনে এদিন ভোটগ্রহণ। বাংলাদেশ ও ভুটান দুটি দেশের সীমান্ত সংলগ্ন বছরগুলোতে ব্যাপক নিরাপত্তার বন্দোবস্ত করা হয়েছে। 

সর্বাধিক রাজনৈতিক অশান্তির কেন্দ্র হিসেবে চিহ্নিত কোচবিহার। এই জেলায় যে কোনও নির্বাচন হয় রক্তাক্ত। ২০২১ সালে বিধানসভা নির্বাচনে কোচবিহারের শীতলকুচিতে কেন্দ্রীয় বাহিনীর গুলিতে ৪ জনের মৃত্যু হয়েছিল।

   

রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস বনাম কেন্দ্রের শাসক বিজেপির মূল লড়াই কোচবিহারে। বিজেপি পশ্চিমবঙ্গের বিরোধী দলও। আরও তৃতীয় পক্ষ হিসেবে আছে বাম-কংগ্রেস জোট।

কোচবিহারের রাজনৈতিক সংঘর্ষের দুই মেরু-কেন্দ্রীয় স্বরাষ্ট্রপ্রতিমন্ত্রী ও বর্তমান সাংসদ নিশীথ প্রামাণিক বনাম তৃণমূল কংগ্রেস বিধায়ক তথা  উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ। নির্বাচন কমিশন এদিন ভোটের আগে উদয়নকে নিজ বিধানসভা এলাকায় সীমাবদ্ধ ঘোরাঘুরির নির্দেশ দিয়েছে। তবে নিশীথের ক্ষেত্রে তেমন কোনও নিষেধাজ্ঞা নেই বলে অভিযোগ।

কোচবিহারে উদয়ন ও নিশীথ সংঘর্ষের রেশ ধরে দুই রাজনৈতিক শিবির রক্তাক্ত হয়েছে আগে। কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর বিরুদ্ধে নির্বাচন কমিশনে অভিযোগ জানিয়েছে তৃণমূল। বাম-কংগ্রেসের দাবি, ধর্মের বিভাজন ও ভুয়ো উন্নশ্রনের পরিস্থিতি বুঝেছেন জনতা।

কোচবিহার লোকসভা কেন্দ্রে তৃণমূল প্রার্থী জগদীশচন্দ্র বাসুনিয়া, বিজেপি প্রার্থী নিশীথ প্রামাণিক, বাম প্রার্থী নীতিশ রায়। 

জলপাইগুড়ি কেন্দ্রে তৃণমূল প্রার্থী নির্মল চন্দ্র রায়, বিজেপি প্রার্থী মনোজ টিগ্গা, বাম প্রার্থী মিলি ওঁরাও। 

আলিপুরদুয়ার কেন্দ্রে  তৃণমূল প্রার্থী প্রকাশ চিক বরাইক, বিজেপি প্রার্থী জয়ন্ত কুমার রায়, বাম প্রার্থী দেবরাজ বর্মণ।