আইজল এফসিকে হারিয়ে এবছর আইলিগ অভিযান শুরু করেছিল মহামেডান স্পোর্টিং ক্লাব (Mohammedan SC)। তারপর থেকে যতই ম্যাচ এগিয়েছে, ততই বজায় থেকেছে সেই ছন্দ। চার্চিল ব্রাদার্স হোক কিংবা ইন্টারকাশি সকলের বিপক্ষে অতি সহজ জয় পেতে থাকে ব্ল্যাক প্যান্থার্সরা। আইলিগের প্রথম লেগে একেবারে অপরাজিত থাকে মহামেডান স্পোর্টিং ক্লাব।
তবে দ্বিতীয় লেগে শুরুতে ধাক্কা খেতে হলেও সেখান থেকে চেরনিশভের হাত ধরেই ঘুরে দাঁড়ায় দল। তারপর আর পিছনে ফিরে তাকাতে হয়নি। অবশেষে আসে সেই স্বপ্নের দিন। ৬ এপ্রিল। অ্যাওয়ে ম্যাচে শিলং লাজংকে পরাজিত করে আইলিগ চ্যাম্পিয়ন হয় মহামেডান স্পোর্টিং ক্লাব।
ডেভিড লালাসাঙ্গা থেকে শুরু করে অ্যালেক্সিস গোমেজের মতো তারকাদের হাত ধরে এবার সফল হয়েছে রেড রোডের এই ফুটবল ক্লাব। যারফলে, নিজেদের দলের কোচ আন্দ্রে চেরনিশভের সঙ্গে চুক্তি বাড়ানোর পরিকল্পনা নিয়েছিলেন ম্যানেজমেন্ট। এখনো পর্যন্ত সেই বিষয়টি চূড়ান্ত না হলেও ঠিক এমনটাই খবর উঠে এসেছে এবার।
পাশাপাশি দলের বেশ কিছু ফুটবলারদের সঙ্গে ও কথাবার্তা শুরু করে দিয়েছে রেড রোডের এই ফুটবল ক্লাব। এবার নতুন লড়াই। ইন্ডিয়ান সুপার লিগের লড়াই। যার জন্য, এখন থেকেই প্রস্তুতি শুরু করে দিয়েছে দল। ডেভিড আগামী মরশুমে দলে না থাকলেও তার বিকল্প হিসেবে লালবিকানিয়া সঙ্গে কথাবার্তা এগিয়ে নিয়ে গিয়েছে মহামেডান।
তবে বিদেশি নির্বাচনের ক্ষেত্রে নিজেদের অধিকাংশ পুরনো ফুটবলারদের ধরে রাখার পরিকল্পনা রয়েছে তাদের। যাদের মধ্যে সবথেকে বেশি উঠে এসেছে এডি হার্নান্দেজের নাম। মরশুমের শুরুতে হুন্ডুরাসের এই স্ট্রাইকারকে দলে এনেছিলেন চেরনিশভ। বল পায়ে গোল করার পাশাপাশি বেশ কিছু অ্যাসিস্ট থেকেছে এই তারকার। বিশেষ সূত্র মারফত খবর, আগত আইএসএল মরশুমের জন্য তাকে দলে রাখতে চাইছে সাদা-কালো ব্রিগেড। যদিও এই নিয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেননি এই বিদেশি ফুটবলার।