রাত পোহালেই দেশে লোকসভা ভোটের দামামা বেজে যাবে। কিন্তু তার আগেই রানাঘাটের বিজেপি প্রার্থী জগন্নাথ সরকারের (Jagannath Sarkar) গাড়িতে হামলার অভিযোগ উঠল। বিজেপি প্রার্থীর গাড়িতে লাঠি দিয়ে হামলার অভিযোগ। শান্তিপুরে এই ঘটনা ঘটেছে।
রানাঘাটের বিজেপি প্রার্থীর গাড়ির একাংশ ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। কয়েকদল মত্ত যুবক তাঁর গাড়ির ওপর ভাঙচুর চালায় বলে অভিযোগ। ‘ঘটনার পিছনে রয়েছে তৃণমূল। এটা পুরোটাই পরিকল্পিত হামলা।’ এমনটাই অভিযোগ জগন্নাথ সরকারের। সেইসঙ্গে পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন বিজেপি প্রার্থী। ঘটনাস্থলে এসে পৌঁছেছে শান্তিপুর থানার পুলিশ।