আজ রামনবমী (Ram Navami)। আর এই বিশেষ দিনে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee) তুলোধনা করলেন বিজেপি নেত্রী। রামনবমীর শোভাযাত্রায় পুলিশের ভূমিকা নিয়ে এবার বড় দাবি করলেন অগ্নিমিত্রা পল (Agnimitra Paul)। সেইসঙ্গে মমতাকে হিন্দু বিরোধী অবধি বললেন অগ্নিমিত্রা।
আজ বুধবার বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পল বলেন, “রামনবমীর মিছিলের উপর বাড়তি চাপ দিচ্ছে পুলিশ। যেমন ডিজে বাজানো যাবে না, একটি নির্দিষ্ট সময়ের পরে কিছু করা যাবে না এবং চারটির বেশি গাড়ি বের করা যাবে না ইত্যাদি। মহরমের সময় সময়জ্ঞানের দিকে নজর দেওয়া হয়নি, তবে রামনবমী এবং দুর্গাপুজোর সময় হয়েছে। আমরা আর এসব সহ্য করব না। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যে তিনি একজন হিন্দু, তবে আসলে তিনি একজন হিন্দু বিরোধী।”
এদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বুধবার অভিযোগ করেছেন যে রামনবমী উপলক্ষে রাজ্যে দাঙ্গা উস্কে দেওয়ার পরিকল্পনা করা হচ্ছে। গত বছর রাজ্যে হিংসার জেরে বিজেপি ও তৃণমূল কংগ্রেসের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়। বিজেপির বিরুদ্ধে গর্জে ওঠেন মমতা। বলেন, ‘তারা আজ দাঙ্গা করবে। দাঙ্গার সম্ভাবনাও রয়েছে। দাঙ্গা ও ভোট লুটপাট করে নির্বাচনে জেতার চেষ্টা করবে।’
#WATCH | Kharagpur, West Bengal: BJP leader Agnimitra Paul says, “…Police are putting too much pressure on Ram Navami Akhara procession, which is going to be taken out today…like DJ cannot be played, a certain time is scheduled and more than four vehicles cannot be taken out.… pic.twitter.com/Tqf1CdoaYk
— ANI (@ANI) April 17, 2024