আদিত্য ঘোষ, কলকাতা: বাংলা অভিনয় জগতের অন্যতম নাম এনা সাহা (ena saha)। সিরিয়াল হোক কিংবা সিনেমা অথবা ওয়েব সিরিজ সবকিছুতেই তিনি সাবলীন এবং অনন্য। সম্প্রতি kolkata24x7 মুখোমুখি হয়ে তিনি জানালেন, “ভোটের সঙ্গে আমার আবার কি সম্পর্ক? ভোট আসবে আর যাবে।” কথাগুলো শেষ করে তিনি একটু হাসলেন। জিজ্ঞাসা করলাম, “তাহলে কি বলছো ভোট থেকে তুমি অনেক দূরে ?”
তিনি হাসতে হাসতে বললেন, ” দূরে কি কাছে অত জানি না, তবে রাজনীতি ব্যাপারটা আমি ঠিক বুঝি না।’ তবে তিনি এত কম বয়সে বাংলা ইন্ড্রাস্টির প্রযোজক হয়েছেন, সেই নিয়ে অনেকেই বলে থাকেন তাঁর পিছনে নাকি রাজনৈতিক মদত আছেন। তবে তিনি এইসব ব্যাপারে একদম ডোন্ট কেয়ার মনোভাব নিয়ে চলেন। এইসব রটানো গল্প একদমই কানে তোলেন না তিনি! নিজের পথেই চলতে ভালবাসেন তিনি।
জিজ্ঞাসা করলাম, ” ভোটের প্রচারে কেউ যদি যাকে যাবে?” একটু ভেবে এনা উত্তর দিল, ” যদি মানুষটি আমার পছন্দের হয় যাব। আমি কিন্তু দলের রঙ দেখব না।” আবারও জিজ্ঞাসা করলাম, ” তোমাকে যদি পারিশ্রমিক দিয়ে কোনও রাজনৈতিক দল সেলিব্রিটি প্রচারে অংশ নিতে বলে, যাবে?” তিনি একবাক্যে বললেন, ” নিশ্চয় যাব। ওটা তো আমার কাজ। অনেকটা মাচা করার মতো।” জিজ্ঞাসা করলাম, ” ভোটের আগে এবং পরে তোমাদের ইন্ডাট্রির ভেতরে কিছু পরিবর্তন হয় নাকি?”
তিনি জানালেন, “তেমন একটা নয়, যে যে দলেই থাকুক না কেন এখানে সবাই সবার বন্ধু। একসঙ্গে কাজ করি। তবে অবশ্যই কোনও দলে কোনও পদে থাকলে একটু ক্ষমতা বেশী থাকে আরকী। ” পাল্টা বললাম, “তাহলে রাজনৈতিক দলে যোগ দিতে পারো তো?” এনা বলল, ” কী মনে হয়, আমার কাছে রাজনৈতিক দলে যোগ দেওয়ার অফার আসেনি ?”
এনা আপাতত বেশ কিছুদিন হল অভিনয় জগৎ থেকে বিরতি নিয়েছিল। তবে এখন সে আবার অভিনয়ে ফেরার জন্য মুখিয়ে রয়েছে। নিজের ওজন কমিয়েছে। আরও ওজন কমানোর চেষ্টায় আছে বলে তিনি নিজেই জানালেন। বেশ কয়েকটি ওয়েব সিরিজের অফার আছে বলে জানালেন তিনি । তবে কয়েকটি বাংলার বাইরেও কাজের অফার আছেন বলে তিনি জানান। সাম্প্রতিক তাঁর বেশ কিছু বোল্ড ছবি সমাজমাধ্যমের সেনসেশন। তাঁকে জিজ্ঞাসা করলাম, “ভোটের বাজার তো এমনিই গরম, এই পরিস্থিতিতে এইরকম ছবি?” তিনি হাসলেন, নীরব রইলেন। এটাই কি সবচেয়ে বড় উত্তর ?