রাজ্যে ফের একবার বড় ঘটনা ঘটে গেল। এবার বরানগরে (Baranagar) এক হাড়হিম করা হত্যাকাণ্ডের ঘটনা ঘটে গিয়েছে। জানা গিয়েছে, আজ বরানগরের নিরঞ্জন সেন নগরে একই পরিবারের তিনজনের রক্তাক্ত ও পচাগলা দেহ উদ্ধার করল পুলিশ। সম্পর্কে তিনজন দাদু, বাবা ও নাতি বলে খবর।
স্থানীয়দের মতে, মৃতদের নাম হল শঙ্কর হালদার, অভিজিৎ হালদার ও বর্ণ হালদার। গত কয়েকদিন ধরেই তিনজনকে দেখা যাচ্ছিল না বলে দাবি স্থানীয়দের। এরপর আজ দুর্গন্ধ পেয়ে স্থানীয়রাই খবর দেয় পুলিশে। পুলিশ সূত্রে খবর, তিনজনের রক্তাক্ত ও পচাগলা দেহ উদ্ধার হয়েছে। ঘটনার নেপথ্যে কী কারণ তা জানার চেষ্টা করছে পুলিশ। ঘটনাকে ঘিরে এলাকাজুড়ে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে।