আজ ১৪ এপ্রিল ২০২৪ সালের লোকসভা নির্বাচনের জন্য ইশতেহার প্রকাশ করল বিজেপি (BJP)। বিজেপির ইস্তাহারে যুবক, মহিলা, কৃষক ও গরিবদের উপর জোর দেওয়া হয়েছে। এই ইশতেহার প্রকাশের সময় বিজেপি দফতরে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, বিজেপি সভাপতি জেপি নাড্ডা, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, কেন্দ্রীয় মন্ত্রী রাজনাথ সিং।
এই ইশতেহারে কী কী বলা হয়েছে জেনে নিন…
১) আগামী ৫ বছর বিনামূল্যে রেশন দেওয়া হবে।
২) অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) লাগু করা হবে।
৩) বিজেপির নির্বাচনী ইশতেহার ‘সংকল্প পত্র’ অনুযায়ী, এক দেশ, এক নির্বাচন এবং একটি সাধারণ ভোটার তালিকা ব্যবস্থা চালু করা হবে।
৪) বিজেপির নির্বাচনী ইশতেহার ‘সংকল্পপত্র’ অনুযায়ী, ২০২৫ সালকে ‘জনজাতি গৌরব বর্ষ’ হিসেবে ঘোষণা করা হবে।
৫) আরও লাখপতি দিদি তৈরি করার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে।
৬) প্রধানমন্ত্রী সূর্য ঘর যোজনার সাথে বিদ্যুতের বিল শূন্য করার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে।
৭) বিজেপির ইশতেহারে অলিম্পিক ২০৩৬ আয়োজনের ব্যাপারে আগ্রহী ভারত।
৮) এছাড়া জাতীয় শিক্ষানীতির বাস্তবায়ন এবং প্রশ্নপত্র ফাঁসের বিরুদ্ধে আইন সহ অন্যান্য প্রতিশ্রুতি দেওয়া হয়েছে।
৯) নির্বাচনী প্রতিশ্রুতিতে বিজেপি দেশকে বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতিতে পরিণত করার লক্ষ্য নিয়েছে।
১০) ইস্তেহারে ভারতকে ‘গ্লোবাল ম্যানুফ্যাকচারিং হাব’ হিসেবে গড়ে তোলার লক্ষ্য স্থির করা হয়েছে।