Ankush on Dev: 11 এপ্রিল থেকে জমেছে অঙ্কুশ হাজরা প্রযোজিত প্রথম ছবি মির্জা। 10 এপ্রিলের প্রিমিয়ারে দেব, রুক্মিণী, বনি, কৌশানি, মিমি, শুভশ্রীদের নিয়ে চাঁদের হাট বসিয়েছিলেন অঙ্কুশ। সেখানেই দেবকে নিয়ে এক বুক আশার গল্প শোনাতে দেখা যায় তাঁকে। মির্জার স্ট্রাগলে দেবের সাহচর্যে অত্যন্ত খুশি অঙ্কুশ বললেন, এই স্ট্রাগলে দেবের সাজেশন না পেলে চলতো না। সাজেশন না চাইলেও অঙ্কুশের পাশে এসে দাঁড়িয়েছেন দেব। প্রিমিয়ারেও ছিলেন পাশে।
মির্জা অভিনেতা অঙ্কুশের কথায় জানা গিয়েছে, ‘ও যেভাবে স্ট্রাগল করেছে, অভিনেতা থেকে প্রডিউসার হওয়ার যে জার্নি ওর সেটা অনবদ্য। আমি আসলে বিজনেন মাইন্ডেড না। লাভ ক্ষতি বুঝি না। লস হলে সেটা পূরণ হবে কী করে জানতাম না। ওকে খালি বলেছিলাম যদি কখনও পা পিছলে যায় ধরার জন্য থেকো। আর দেবদা সত্যিই ছিল।’ এরপর অঙ্কুশ হাজরা আরও জানান, ‘আমি দেবদাকে ফোন করে জ্ঞান দিচ্ছিলাম যে আমার ছবি বেরোবে, সেটার ট্রেলার এই সেই। সবটা শোনার পর ও আমায় চারটে খিস্তি দিয়েছিল। তারপর বলল এত বলছিস কেন? ফাইলটা পাঠা আমি আপলোড করে দেব। ও সত্যি খুব সাপোর্ট করেছে।’
এদিন অঙ্কুশের প্রিমিয়ারে প্রেমিকা রুক্মিণীর হাত ধরেই পৌঁছেছিলেন দেব। অঙ্কুশের মুখে নিজের প্রশংসা শুনে মিষ্টি হেসেছেন মাত্র। সুমিত সাহিলের পরিচালনায় এই ছবিতে মুখ্য ভূমিকায় দেখা গিয়েছে অভিনেতা অঙ্কুশ হাজরা, অভিনেত্রী ঐন্দ্রিলা সেন, অভিনেতা কৌশিক গঙ্গোপাধ্যায়কেও।
View this post on Instagram