কখনও ৩৫, কখনও ৩০, আসন সংখ্যা নিয়ে ‘বিভ্রান্ত’ করছেন শাহ! কটাক্ষ তৃণমূলের

লোকসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার পর এই প্রথম বঙ্গে এলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ৷ বালুরঘাটের বিজেপি প্রার্থী তথা বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের সমর্থনে দক্ষিণ দিনাজপুরের…

Amit Shah in Rally

লোকসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার পর এই প্রথম বঙ্গে এলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ৷ বালুরঘাটের বিজেপি প্রার্থী তথা বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের সমর্থনে দক্ষিণ দিনাজপুরের বুনিয়াদপুরে প্রচার কাজ সারলেন তিনি৷ এই সভা থেকে একে একে যেমন ভারতীয় জনতা পার্টির কাজের খতিয়ান তুলে ধরেন তিনি, তেমনই রাজ্য সরকারকে বিভিন্ন দুর্নীতির ইস্যুতে কার্যত তুলোধনা করেন তিনি৷

Advertisements

 

   

তবে অমিত শাহ এদিন যে কয়েকটি আসন পাওয়ার লক্ষ্য স্থির করে দিয়ে গিয়েছেন, তা নিয়ে প্রশ্ন তুলছে তৃণমূল। কারণ এর আগে ২০২৩ সালের এপ্রিল মাসে বীরভূমে সভা করেছিলেন অমিত শাহ। সেই সময় লোকসভার টার্গেট বেঁধে দেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। ওই সভা থেকে তিনি জনগণের কাছে ৩৫টি আসনে বিজেপি-কে জয়ী করার দাবি তুলেছিলেন৷ সেই জায়গা থেকে বুধবারের সভায় ৩০টি আসনের দাবি, বিভ্রান্তির সৃষ্টি করেছে বলে মত রাজনৈতিক মহলের অনেকেরই৷

 

এই আসন সংখ্যা কমে যাওয়া নিয়ে কটাক্ষ করেছে তৃণমূল৷ কুণাল ঘোষ বলেন, ‘২০২১-এ বলেছিলেন ২০০ পার। আপনার হিসেব মেলেনি। তৃণমূল তো বিজেপিকে হারিয়ে দিয়েছিল। প্রথমে ৭৭ পেয়েছিল, এখন সেটা খুঁজলে ৬০টিও পাওয়া যাবে কি না সন্দেহ। এই যে মুখে বলছেন ৩০ টি আসনের কথা, তাহলে ধরে নিন ৫-৬টার বেশি হবে না।’

Advertisements

 

কখনও ৩৫, কখনও ২৫, কখনওবা ৩০, শীর্ষ নেতৃত্বরাই যদি লক্ষ্যমাত্রা স্থির করতে গিয়ে এত হোঁচট খান, তাহলে লড়াইয়ের ময়দানে কোন টার্গেট সেট করে লড়বে দলের কর্মী-সদস্যরা? প্রশ্ন উঠছে৷ আজ বুধবার বালুরঘাটের সভা থেকে অমিত শাহ বললেন, ‘‌বাংলা থেকে ২০২৪ সালে বিজেপিকে ৩০ আসন দিন। বিজেপি অসমে অনুপ্রবেশ খতম করেছে। বাংলায় লোকসভা নির্বাচনে ৩০ আসন পেলে এখানে সীমান্ত টপকে কোনও পাখিও প্রবেশ করতে পারবে না।’‌ শাহের সে আশা পূর্ণ হবে কিনা, জানতে এখনও অনেকটা দেরি৷