মরশুমের শুরু থেকেই ব্যাপক ছন্দে মহামেডান স্পোর্টিং ক্লাব (Mohammedan SC)। কলকাতা ময়দানের দুই প্রধান তথা ইমামি ইস্টবেঙ্গল এবং মোহনবাগান সুপারজায়ান্টসকে হারিয়ে কলকাতা লিগ জিতেছিল দল। পরবর্তীতে একই ট্রেন্ড বজায় থাকে আইলিগে। শক্তিশালী রিয়াল কাশ্মীরের কাছে মাঝে একবার আটকে যেতে হলেও পরবর্তীতে ফের ছন্দে ফিরে আসে দল। সেই ধারা বজায় রেখেই আইলিগ চ্যাম্পিয়ন হয়ে যায় রেড রোডের এই ফুটবল ক্লাব। এবার নয়া লড়াই। আগামী মরশুম থেকেই ইন্ডিয়ান সুপার লিগ খেলবে ব্ল্যাক প্যান্থার্সরা। এখন থেকেই সেই প্রস্তুতি শুরু করে দিয়েছে মহামেডান ম্যানেজমেন্ট। যতদূর খবর, আগের তুলনায় বাজেট ও অনেক গুন বাড়তে চলেছে এবার।
তবে সেক্ষেত্রে বেশকিছু বদল আসতে চলেছে দলের অন্দরে। বিদেশি ফুটবলার তথা অ্যালেক্সিস গোমেজ থেকে শুরু করে হার্নান্দেজের মত ফুটবলারদের সঙ্গে চুক্তি বাড়ানো হলেও বদল করা হতে পারে বেশকিছু ভারতীয় ফুটবলারদের। উল্লেখ্য, এবারের এই ফুটবল মরশুমে সাদা-কালো জার্সিতে যথেষ্ট সাবলীল থেকেছেন ডেভিড লালাসাঙ্গা। ডুরান্ড কাপের পাশাপাশি আইলিগে ও তার পা থেকে এসেছে একাধিক দল। যা অধিকাংশ ক্ষেত্রেই দলকে এগিয়ে এনে দিয়েছে জয়।
তবে নতুন মরশুমে আর মহামেডান দলে খেলা হবে না ডেভিড লালাসাঙ্গার। শোনা যাচ্ছে, মহামেডান ছেড়ে পড়শী ক্লাব ইমামি ইস্টবেঙ্গলের সঙ্গে যুক্ত হচ্ছেন এই ভারতীয় ফুটবলার। তবে এখনো পর্যন্ত এই তরুণ প্রতিভাকে ধরে রাখার চেষ্টা করা হলেও তা নিয়ে খুব একটা আশাবাদী নয় সাদা-কালো ম্যানেজমেন্ট।
তাই এক্ষেত্রে নয়া ফুটবলার খোঁজার কাজ শুরু করে দিয়েছে এবারের আইলিগ জয়ীরা। তাদের নজর রয়েছে আইজল এফসির তরুণ প্রতিভা লালরিনজুয়ালা লালবিয়াকনিয়ার দিকে। এবারের এই আইলিগ মরশুমে গোলের ভিত্তিতে সুনীল ছেত্রী রেকর্ড ভেঙেছেন তিনি। ডেভিড এর পরিবর্তে এবার নাকি তাকেই আনতে চাইছে ব্ল্যাকপ্যান্থার্স।