তিন তৃণমূল নেতাকে সোমবার হাজিরার নির্দেশ দিল এনআইএ। এই নিয়ে তাঁদের তৃতীয়বার হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। তবে এইবারও কি তারা হাজিরা দেবে নাকি হাজিরা এড়িয়ে যাবে সেটাই দেখার বিষয়। প্রসঙ্গত শনিবার দুই তৃণমূল নেতাকে গ্রেফতার করতে গিয়ে স্থানীয় বাসিন্দাদের হাতে আক্রান্ত হন এনআইএ আধিকারিকরা। চব্বিশ ঘণ্টা কেটে গেলেও এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারেনি রাজ্য পুলিশ।
সূত্র মারফত জানা গিয়েছে ভূপতিনগর বিস্ফোরণের ঘটনায় তৃণমূলের জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ মানবকুমার পড়েয়া এবং সুবীর মাইতি ও নাবো কুমার পাণ্ডাকে ফের নোটিস দিল এনআইএ। সোমবার তাঁদের নিউটাউনে হাজিরা দিতে বলা হয়েছে। গত শনিবার ভোর রাতে তাঁদের বাড়িতে এনআইএ তল্লাশি চালিয়েছে বলে জানা গিয়েছে।
যদিও এই নিয়ে আপাতত সংঘাতে জড়িয়েছে শাসক বিরোধী দুই শিবির। শনিবারই জনসভা থেকে এনআইএ-এর দিকে আঙুল তুলেছেন। ইতিমধ্যে রাজ্য পুলিশ এনআইএ-এর বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ দায়ের করেছে। রবিবার সকালে তৃণমূল নেতা কুণাল ঘোষ দাবি করেন, ” ভূপতিনগরকাণ্ডে এনআইএ এবং বিজেপির যোগসূত্র রয়েছে।অন্যদিকে বিরোধী দলনেতা বলেছেন, ”ভূপতিনগরে আইন শৃঙ্খলা ভেঙে পড়েছে।”