‘বিজেপির কথায় চলছে এনআইএ, টাকাও নিয়েছে’, বিস্ফোরক দাবি TMC-র

‘বিজেপির কথায় চলছে এনআইএ (NIA)।’ আজ রবিবার তৃণমূল ভবনে সাংবাদিক বৈঠক করে এমনই অভিযোগ করা হল দলের তরফে। ভূপতিনগরকাণ্ডে মূলত চক্রান্ত দেখছে তৃণমূল। Advertisements আজ…

'বিজেপির কথায় চলছে এনআইএ, টাকাও নিয়েছে', বিস্ফোরক দাবি TMC-র

‘বিজেপির কথায় চলছে এনআইএ (NIA)।’ আজ রবিবার তৃণমূল ভবনে সাংবাদিক বৈঠক করে এমনই অভিযোগ করা হল দলের তরফে। ভূপতিনগরকাণ্ডে মূলত চক্রান্ত দেখছে তৃণমূল।

Advertisements

আজ কুণাল ঘোষ বলেন, ‘এনআইএ-র এসপির বাড়িতে যান জিতেন্দ্র তিওয়ারি। ২৬ মার্চ NIA-র এসপির বাড়ি যান জিতেন্দ্র তিওয়ারি। তৃণমূল নেতাদের তালিকা তুলে দেওয়া হয়। কাদের বাড়ি যাবে এনআইএ বলে দেওয়া হয়।’ কুণাল ঘোষের দাবি, জিতেন্দ্র ও এনআইএ-র এসপির টাওয়ার লোকেশন খতিয়ে দেখা হোক। এমনকি সাদা প্যাকেটে অর্থ লেনদেনের বিস্ফোরক অভিযোগ করেছেন কুণাল ঘোষ। এনআইএ-র বিরুদ্ধে বিজেপির থেকে টাকা নিয়ে তৃণমূল নেতাদের গ্রেফতারের অভিযোগ করেছে শাসক দল।

   

ভূপতিনগর বিস্ফোরণকাণ্ডে তদন্তের জন্য গতকাল শনিবার পূর্ব মেদিনীপুরের এ জায়গায় হাজির হন এনআইএ-র আধিকারিকরা। যদিও ইডির মতোই গতকাল হামলার শিকার হয় এই কেন্দ্রীয় এজেন্সি। গ্রামবাসীরা চড়াও হন আধিকারিকদের ওপর। ভেঙে দেওয়া হয় গাড়ির কাঁচ। এমনকি বিক্ষোভের জেরে এনআইএ-র এক আধকারিকের মাথা অবধি ফেটে গিয়েছে।

এই ভূপতিনগরের কাণ্ডকে ঘিরে তৃণমূল ও কেন্দ্রীয় সরকারের মধ্যে দড়ি টানাটানি হচ্ছে। NIA-র ওপর হামলা প্রসঙ্গে বিজেপি বলছে, পরিকল্পিত হামলা চালিয়েছে তৃণমূল।

Advertisements