আবগারি দুর্নীতি মামালায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডির হাতে গ্রেফতার হয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। এই মুহূর্তে তিনি তিহাড় জেলে বন্দি। রবিবার সারা দেশ জুড়ে আম আদমি পার্টির কর্মী সমর্থকরা এই গ্রেফতারির প্রতিবাদে অনশনের ডাক দিয়েছেন।
আদ আদমি পার্টির নেতা গোপাল রাই জানিয়েছেন, রাজনৈতিক ষড়যন্ত্রের শিকার হয়েছেন মুখ্যমন্ত্রী অরবিন্দ কোজরীবাল। তাঁর গ্রেফতারির প্রতিবাদে রবিবার আপের কর্মী-সমর্থকরা গণ-অনশন পালন করবেন। আম আদমি পার্টির সমস্ত বিধায়করা সকাল ১১টায় যন্তর মন্তরে জমায়েত হবেন। আপ কর্মীরা অনশনে বসবেন। সাধারণ মানুষকেও এই প্রতিবাদ কর্মসূচিতে অংশ নেওয়ার আহ্বান জানানো হয়েছে। যারা আসতে পারবেন না, তাদের বাড়িতে বসেই অনশন পালনের অনুরোধ করা হয়েছে।
এই বিক্ষোভ কর্মসূচী ঘিরে সারা দিল্লি জুড়ে নিরাপত্তা ব্যবস্থা অতি সক্রিয় করা হয়েছে। দিল্লি পুলিশের থেকে সব রকম অপ্রীতিকর পরিস্থিতি এড়ানোর জন্য বিশেষ পরিকল্পনা নেওয়া হয়েছে। কিছুদিন আগে কেজরিওয়াল সারা দিল্লিবাসীর জন্য জেলের ভিতর থেকেই বিশেষ বার্তা পাঠিয়েছিলেন। দিল্লিবাসীর যেন কোনও সমস্যায় না পড়তে হয় সেই ব্যাপারে নির্দেশ দিয়েছিলেন তাঁদের এলাকার বিধায়কদের।