ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (IPL 2024) বৃহস্পতিবার পাঞ্জাব কিংসের মুখোমুখি হয়েছিল গুজরাট টাইটান্স। আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে অনুষ্ঠিত এই ম্যাচে প্রথমে ব্যাট করে গুজরাট টাইটান্স ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৯৯ রান সংগ্রহ করে। জবাবে ১ বল বাকি থাকতেই লক্ষ্যে পৌঁছে যায় পাঞ্জাব কিংস, ৩ উইকেটে জিতে নেয় ম্যাচ।
পাঞ্জাবের হয়ে ম্যাচ জেতানো ইনিংস খেলেন শশাঙ্ক সিং। ২৭ বলে ৫৭* রান করেন তিনি। ২০০ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুটা ভালো করতে পারেনি পঞ্জাব কিংস। অধিনায়ক শিখর ধাওয়ান বিশেষ কিছু করতে না পেরে ১ রান করে প্যাভিলিয়নে ফিরে যান। দ্বিতীয় ওভারের প্রথম বলে উমেশ যাদবের বলে বোল্ড হন ধাওয়ান। পাওয়ার প্লের শেষ ওভারে কিংসের দ্বিতীয় উইকেটের পতন । জনি বেয়ারস্টোকে বোল্ড করেন নুর আহমেদ। ১৩ বলে ২২ রান করেন বেয়ারস্টো।
তৃতীয় উইকেটে ১৬ রান যোগ করেন প্রভসিমরন সিং ও স্যাম করণ। ২৪ বলে ৩৫ রান করেন প্রভসিমরান। পরের ওভারে স্যাম কারানের উইকেট তুলে নেন আজমাতউল্লাহ উমরজাই। করণ ৮ বল মোকাবেলা করে করেন ৫ রান। পঞ্চম উইকেটে ৪১ রানের জুটি গড়েন সিকান্দার রাজা ও শশাঙ্ক সিং। ১৩তম ওভারে সিকান্দার রাজাকে আউট করেন মোহিত শর্মা। ১৬ বল মোকাবেলা করে ১৫ রান করেন রাজা। উইকেটরক্ষক জিতেশ শর্মা ২ ছক্কার সাহায্যে ৮ বলে ১৬ রান করেন।
শেষ ওভারে ইমপ্যাক্ট প্লেয়ার আশুতোষ শর্মার হাতে ধরা পড়েন। ১৭ বলে ৩১ রান করেন তিনি। শশাঙ্ক সিং ২৭ বলে ৫৭ রানে অপরাজিত থাকেন। গুজরাটের হয়ে নুর আহমেদ ২টি এবং আজামাতউল্লাহ উমরজাই, উমেশ যাদব, রশিদ খান, মোহিত শর্মা ও দর্শন নালকান্দে ১টি করে উইকেট নেন। মজার বিষয় হল, শশাঙ্ক সিংকে ভুল করে দলে নিয়েছিল পাঞ্জাব কিংস।
টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে ২০ ওভারে ১৯৯ রান তোলে গুজরাট। ৪৮ বলে ৮৯ রান করেন অধিনায়ক শুভমান গিল। এছাড়া সাই সুদর্শন ৩৩, কেন উইলিয়ামসন ২৬ ও রাহুল তেওয়াটিয়া ২৩ রান করেন। পাঞ্জাবের হয়ে ২টি সাফল্য পেয়েছেন কাগিসো রাবাদা। এছাড়া একটি করে উইকেট নেন হরপ্রীত ব্রার ও হর্ষল প্যাটেল।