কোচবিহারের (Coochbehar) রাসমেলা থেকে বাংলায় লোকদভা ভোটের প্রচার শুরু করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আজ প্রধানমন্ত্রীর (PM Narendra Modi) সভায় কর্মীদের স্লোগান, উচ্ছাস চোখে পড়ার মতো। ‘আরো একবার বিজেপি সরকার,’ কোচবিহারের সভা থেকে আজ বৃহস্পতিবার এই স্লোগান তুললেন প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রী বলেন, ‘বাংলার মায়ের আমাদের দুহাত তুলে আশীর্বাদ করছেন। ২০১৯ সালে আমি এখানেই সভা করতে এসেছিলাম। সেইসময় মমতা দিদি ইচ্ছে করে আমার মঞ্চ ছোট করে দিয়েছিল। সেই সময়টার জন্য আমি তাঁর প্রতি কৃতজ্ঞ। আপনাদের সকলের স্বপ্ন মোদীর সংকল্প। দুর্নীতির বিরুদ্ধে বড় পদক্ষেপ নিয়েছি। দুর্বল নয়, দিল্লিতে মজবুত সরকার জরুরি। বাংলাকে আরো অনেক আগে এগিয়ে নিয়ে যেতে হবে।’
প্রধানমন্ত্রী বলেন, ‘১০ বছরের উন্নয়ন শুধুমাত্র ট্রেলার ছিল, এখন আরও অনেক কিছু করতে হবে। বাংলার উন্নতির জন্য বিজেপির হাত শক্ত করুন। সন্দেশখালির অভিযুক্তদের বাঁচাতে মরিয়া তৃণমূল। আমি আশ্বাস দিচ্ছি সন্দেশখালির অভিযুক্তরা সাজা পাবেই। ইন্ডি জোট মিথ্যের ওপর দাঁড়িয়ে। সিএএ নিয়ে অপপ্রচার চলছে। নারীর ক্ষমতায়ন বিজেপির অগ্রাধিকার। বাম কংগ্রেস তৃণমূল বাংলায় আর দিল্লিতে এক থালায় খাবার খায়। যারা আপনাদের ঘর লুট করেছে তৃণমূল তাঁদের বাঁচাচ্ছে। ওরা বলে দুর্নীতিবাজদের বাঁচাও। আগামী ৫ বছর দুর্নীতির বিরুদ্ধে আরও কড়া পদক্ষেপ নেওয়া হবে।
বাংলার আবাস যোজনা থেকে শুরু করে ১০০ দিনের টাকা কেন্দ্র আটকে রেখেছে বলে অভিযোগ তুলেছে তৃণমূল সরকার। এই বিষয়ে মোদী বলেন, ‘বাংলাকে রেকর্ড টাকা দিয়েছি, তাও তৃণমূল উন্নয়নে বাধা দেয়। যতই গরম হোক, সকাল সকাল ভোট দিতে চলে যাবেন।’