Abhishek Banerjee: ইডি সিবিআই নয়, শেষ কথা বলবে জনতা: অভিষেক

লোকসভা ভোটের মুখে সরগরম রাজ্য রাজনীতি। প্রচারের ফাঁকে ফাঁকে প্রার্থীরা নানা বার্তা দিচ্ছেন। তৃণমূলের যুবরাজ অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) বুধবার সংবাদমাধ্যমের সামনে মুখ খোলেন। তিনি…

Abhishek Banerjee to Represent Trinamool Congress at INDIA Alliance Dinner in Delhi

লোকসভা ভোটের মুখে সরগরম রাজ্য রাজনীতি। প্রচারের ফাঁকে ফাঁকে প্রার্থীরা নানা বার্তা দিচ্ছেন। তৃণমূলের যুবরাজ অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) বুধবার সংবাদমাধ্যমের সামনে মুখ খোলেন। তিনি বিজেপি সরকারকে নিশানা করে বলেন, ইডি সিবিআই নয়, শেষ কথা বলবে জনতা। অভিষেক আশাবাদী আগামী ৪ জুন মানুষ ভোটবাক্সে জবাব দেবে।

সদ্য উত্তরবঙ্গ থেকে ফিরে তিনি বলেন, বিজেপি সরকার যদি আবাস যোজনার টাকা দিত তাহলে ময়নাগুড়ির দুটি শিশুকে আহত হয়ে জলপাইগুড়ি থেকে শিলিগুড়িতে দৌড়তে হত না। আবাসের টাকা, ১০০ দিনের কাজের টাকা প্রসঙ্গে অভিষেক বলেন, আমি আশা করব প্রধানমন্ত্রী শ্বেতপত্র প্রকাশ করবেন। আজকে যদি মানুষগুলোর মাথার ওপর ছাদ থাকত তাহলে এই দুর্ঘটনা ঘটত না।

   

অভিষেক বন্দ্যোপাধ্যায় এদিন বলেন, তৃণমূলের কোনও গোষ্ঠীদ্বন্দ্ব নেই। তৃণমূলের আরও জয়ের ব্যবধান বাড়বে। দল ঐক্যবদ্ধ এবং শক্তিশালী। অভিষেক আরও বলেন, অনুব্রত মণ্ডল যদি আজ বিজেপিতে চলে যেত ধোওয়া তুলসীপাতা হয়ে যেত। বিজেপিতে যায়নি তাই জেল খাটছে। যেভাবে অজিত পাওয়ার গিয়েছেন, শুভেন্দু অধিকারী, হেমন্ত বিশ্বশর্মা যেভাবে গিয়েছেন সেভাবে অনুব্রত গেলে ধোওয়া তুলসীপাতা হয়ে যেত।

Advertisements

ডায়মন্ড হারবারে তৃণমূলের হয়ে লড়াই করেছে বাংলার যুবরাজ অভিষেক বন্দ্যোপাধ্যায়। ডায়মন্ড হারবার থেকে এখনও প্রার্থীর নাম ঘোষণা করেনি বঙ্গ বিজেপি। সূত্রের খবর, ডায়মন্ড হারবারে থেকে এবার বিজেপির হয়ে লড়তে পারের দিল্লির এক প্রবাসী বাঙালি। মানুষ ভোটবাক্সে কাকে বেছে নেয় সেটাই এখন দেখার।