News Desk: দেশে এই মুহূর্তে দেখা দিয়েছে করোনার নতুন রূপ ওমিক্রনের উদ্বেগ। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পেশ করা তথ্য অনুসারে, ইতিমধ্যেই দেশে ওমিক্রন আক্রান্তের সংখ্যা ২০০ ছুঁয়েছে। এই সময় দেশের মানুষের মনে প্রশ্ন উঠছে ওমিক্রনের সংক্রমণ থেকে রেহাই পেতে কি ব্যবস্থা নিয়েছে কেন্দ্রীয় সরকার। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মানসুখ মান্ডাভিয়ার দাবি, ভারত ওমিক্রনের বিরুদ্ধে লড়তে সবরকমভাবে প্রস্তুত। তিনি জানিয়েছেন, ওমিক্রনের উদ্বেগ কমাতে আগামী দু’মাসের মধ্যে দেশের করোনা টিকা উৎপাদন প্রায় ৪৫ কোটি বাড়ানো হবে। পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত রাখা হয়েছে অক্সিজেন ও প্রয়োজনীয় ওষুধ এবং রাজ্যগুলিতে ৪৮ হাজার ভেন্টিলেটর বিতরণ করা হয়েছে। পাশাপাশি, দেশের মানুষদের করোনাবিধি মেনে চলার আবেদন জানিয়েছেন।
প্রসঙ্গত উল্লেখ্য, গত ৪ ডিসেম্বর কর্ণাটকে প্রথম ওমিক্রন সক্রমিত রোগীর হদিশ মেলে। এরপর একে একে দিল্লি, মহারাষ্ট্র, কেরল-সহ মোট ১১ টি রাজ্যে ওমিক্রন সংক্রমণের খোঁজ মিলেছে। সম্প্রতি পশ্চিমবঙ্গেও একজন করোনা রোগীর দেহে ওমিক্রনের হদিশ পাওয়া গেছে।