Gossip: দোয়েলের ভক্তদের জন্য মন খারাপ করা খবর। হঠাৎই 5 সফর শেষ হল! ভক্তদের মাঝ পথে কাঁদিয়েই মন দিতে চাই থেকে বিদায় নিতে চলেছেন শ্রীতমা মিত্র অর্থাৎ দোয়েল। হিন্দুস্তান টাইমস বাংলাকে জানালেন নিজের মনের কথা।
শ্রীতমা এই প্রসঙ্গে বলেন, তাঁকে আর মন দিতে চাই ধরাবাহিকে কোয়েল হিসাবে দেখা যাবে না। নিজের জার্নি সম্পর্কে কথা বলতে গিয়ে আবেগপ্রবণ হয়ে অভিনেত্রী বলেন, ভীষণ ভালো একটা জার্নি ছিল। দোয়েলের চরিত্রটা ছিল অন্যরকম, খুব নরম মনের একজন মানুষ দোয়েল। শ্রীতমা কথায়, তিনি এর আগে সব নেতিবাচক চরিত্র করেছেন, তারপর এমন একটা পজেটিভ চরিত্র আজকালর দিনে প্রায় বিরল। কারণ, দোয়েলের এতটাই সরল যে ওর সাত চড়ে রা নেই।
বাংলা টেলিভিশনের পরিচিত মুখ হলেন অভিনেত্রী শ্রীতমা, খুব কম সময়ের মধ্যেই আবার মন জয় করে নিয়েছেন তিনি। এর আগে ‘উমা’ ধারাবাহিকে আলিয়ার চরিত্রে রীতিমতো তাক লাগিয়ে নজর কেড়েছেন তিনি। এছাড়াও ‘কী করে তোকে বলব’, ‘পাণ্ডব গোয়েন্দা’র মতো জি বাংলার জনপ্রিয় ধারাবাহিকে দেখা মিলেছে অভিনেত্রীর। হঠাৎ মন দিতে চাই ছাড়ার পর এই টিমের কাকে মিস করছেন? হাসিমুখে অভিনেত্রীর শ্রীতমা উত্তর, তিনি গোটা টিমটাকেই মিস করবেন। টিম নেম্বররা সকলে খুব ভালো, দেড় বছরের এই সফরটা মনে রাখার মতো ছিল।
মাঝপথেই শেষ করে দেওয়া হচ্ছে তাঁর চরিত্র। কতটা খারাপ লাগছে? শ্রীতমা এই প্রসঙ্গে জানালেন, প্রত্যেকটা চরিত্র অভিনেতা-অভিনেত্রীদের কাছে সন্তানের মতো। শ্রীতমাও দোয়েল চরিত্রটাকে কোলেপিঠে বড় করেছেন। অভিনেত্রীর কথায়, ‘প্রথমদিন থেকে আমি দোয়েলকে জেনেছি, চিনেছি, গড়ে তুলেছি তিল তিল করে। আমরা ১৪ ঘন্টা শ্যুটিং করি। বেশিরভাগ সময়টা দোয়েলই আমার মাথায় থাকে, অনেকগুলো দিন একটা মানুষের সঙ্গে কাটানোর পর হঠাৎ করে সে চলে গেলে যেমন লাগে… আমারও এখন তেমনই লাগছে। চরিত্রটা তো আমার সন্তান। খুব মিস করব দোয়েলকে।’