আইপিএল ২০২৪ (IPL 2024)-এর দশম ম্যাচে দুর্দান্ত পারফরম্যান্স করে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে ৭ উইকেটে হারিয়েছে কলকাতা নাইট রাইডার্স (KKR vs RCB)। এই হারের পর নিজের প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন আরসিবি অধিনায়ক ফাফ ডু প্লেসিস। ম্যাচের পর ডু প্লেসিসকে যারপরনাই হতাশ দেখিয়েছে।
খেলা শেষে আরসিবি অধিনায়ক বলেছেন, ‘নারিন ও সল্ট যেভাবে ব্যাটিং করেছে তাতে তারা আমাদের বোলারদের ওপর চাপে ফেলেছে। প্রথম ছয় ওভারে তারা সত্যিই খেলার মোড় ঘুরিয়ে দিয়েছিল।’
‘বোলাররা কাটার দিচ্ছিল ব্যাটসম্যানদের কঠিন পরীক্ষার মুখে পড়তে হয়েছিল। আমরা ভেবেছিলাম এটা ভালো স্কোর। সন্ধ্যায় একটু শিশির পড়েছিল, রান করা তখন তুলনামূলকভাবে সহজ হয়ে গিয়েছিল। প্রথম ইনিংসে আমরা যেভাবে ব্যাট করেছি, তাতে বিরাটও গতির অভাবে বল মারতে হিমশিম খাচ্ছিল… কিন্তু নারিন ও সল্ট যেভাবে ব্যাটিং করেছে তাতেই আমাদের বোলারদের ওপর প্রভাব পড়েছে। প্রথম ছয় ওভারে ওরা দারুণ খেলেছে।’
এরপর প্লেসিস বলেছেন, ‘রাতে খুব বেশি স্পিন ছিল না। ভেঙ্কি (ভেঙ্কটেশ আইয়ার) যখন খেলছিল তখন বাঁ-হাতি স্পিনারদের বিরুদ্ধে রান উঠেছে সহজে… আমরা প্রথম ইনিংসের দিকে তাকিয়ে কর্ণ শর্মাকে আনার কথা ভেবেছিলাম। আন্দ্রে রাসেল ৮০ শতাংশ কাটার বোলিং করেছেন।’
Not a good day at the office 😮💨
We’ll get back to the drawing board and come back stronger on Tuesday. And that’s a promise, 12th Man Army. 🤝#PlayBold #ನಮ್ಮRCB #IPL2024 #RCBvKKR pic.twitter.com/rC9idWVHj7
— Royal Challengers Bengaluru (@RCBTweets) March 29, 2024
প্রথমে ব্যাট করে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৮২ রান তুলেছিল স্কোরবোর্ডে। লক্ষ্য তাড়া করতে নেমে ১৬.৫ ওভারে ৩ উইকেট হারিয়ে ১৮৬ রান করে ম্যাচ জিতে নেয় কলকাতা নাইট রাইডার্স।