RFDL Update: ফের জয় পেল মোহনবাগান সুপারজায়ান্টস। পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী আজ বিকেলে রবীন্দ্রসরোবর স্টেডিয়ামে অ্যাডামাস ইউনাইটেডের মুখোমুখি হয়েছিল সবুজ-মেরুনের ছোটরা। শেষ হাসি হাসল বাস্তব রায়ের ছেলেরা। দলের হয়ে গোল পান যথাক্রমে তোংসিন এবং ফারদিন আলী মোল্লা।
নির্ধারিত সময়ের শেষে খেলার ফলাফল থাকে ২-০ গোল। ডার্বি ম্যাচের হতাশা ভুলে এই ম্যাচে জয় আশায় যথেষ্ট খুশি সকলে। এই জয়ের ফলে স্বাভাবিকভাবেই পরবর্তী রাউন্ডে চলে গেল মোহনবাগানের জুনিয়ররা। এবার পরবর্তীতে কাদের সাথে থাকে তাদের ম্যাচ, এখন সেটাই দেখার বিষয়।
উল্লেখ্য, গত ম্যাচেই কলকাতা ময়দানের আরেক প্রধান তথা ইমামি ইস্টবেঙ্গল ফুটবল ক্লাবের কাছে পরাজিত হয়েছিল এই নয়া ফুটবল ক্লাব।এবার ফের তারা পরাজিত হল আরেক প্রধান মোহনবাগান সুপারজায়ান্টস দলের কাছে। বলাবাহুল্য, আজ ম্যাচের শুরু থেকেই যথেষ্ট আত্মবিশ্বাসী ছিল বাগান ব্রিগেডের ফুটবলাররা। সেই সুবাদে ম্যাচের শুরু থেকেই বল দখলের লড়াইয়ে এগিয়ে ছিল সুহেলরা। তাদের আটকাতে গিয়েই রীতিমতো হিমশিম খেতে হয় প্রতিপক্ষ দলকে। তাই অনায়াসেই গোলের মুখ খোলা সম্ভব হয় তাদের পক্ষে। সেই ব্যবধান বজায় রেখেই আসে জয়।
গত মরশুমে ও জাতীয় স্তরে অনবদ্য পারফরম্যান্স ছিল মোহনবাগানের। সেখান থেকেই পরবর্তীতে নেক্সটজেন কাপ খেলার সুযোগ চলে আসে তাদের কাছে। তবে চূড়ান্ত সাফল্য না এলেও দলের পারফরম্যান্স নিয়ে খুশি ছিল সকলে। তবে এবার নিজেদের ভুল ত্রুটি শুধরে সাফল্য পেতে মরিয়া দল।