এবার ভোটের আসরে নেমে পড়লেন অভিনেতা রুদ্রনীল ঘোষ (Rudranil Ghosh)। কয়েকদিন ধরেই খবরের শিরোনামে বিজেপি নেতা রুদ্রনীল। যে কোনও কারণেই হোক বিজেপির একাধিক হোয়াটসয়্যাপ গ্রুপ থেকে লেফট করেছিলেন অভিনেতা। তারপর দলের পক্ষ থেকে তাঁকে তারকাপ্রার্থী প্রচারের দায়িত্ব দেওয়া হয়।
রুদ্রনীল ঘোষ জানিয়েছেন, দলের কারও প্রতি তাঁর কোনও অভিমান নেই। তাঁর মনখারাপ হয়েছিল। এর এই মনখারাপ একেবারেই তাঁর নিজের প্রতি। তিনি স্পষ্ট করে দেন মনের থেকে দলের টার্গেটকেই বড় করে দেখছেন তিনি। সম্প্রতি তিনি বাড়িতে কিছু সংবাদ মাধ্যমকে সাক্ষাৎকার দিয়ে বলেছিলেন, তিনি দলের সঙ্গেই আছেন। বিজেপি থেকে বেরিয়ে যাচ্ছেন না রুদ্রনীল।
আজ রুদ্রনীল ঘোষ বিজেপির দলীয় কার্যালয়ে উপস্থিত হন। ঢোকার মুখে সংবাদ মাধ্যমের সামনে মুখ খোলেন অভিনেতা। তিনি বলেন, লোকসভা ভোট উপলক্ষে দল তাকে যা যা দায়িত্ব দেবে তা তিনি যথাযথ পালক করবেন। সেই দায়িত্ব বুঝে নিতেই তিনি আজ উপস্থিত হয়েছিলেন বিজেপির কার্যালয়ে।
রুদ্রনীল ঘোষ জানিয়েছেন, নাটকের মধ্যমে তিনি দলের হয়ে প্রচার করবেন। অভিনেতা হিসেবে রুদ্রনীল ঘোষের যথেষ্ট পরিচিতি। কয়েক বছর ধরেই তিনি বিজেপির হয়ে নানা কাজ করে চলেছেন। তবে তাঁকে এখনও লোকসভা ভোটে টিকিট দেওয়া হয়নি। এই কারণে মনখারাপ হয়েছিল তাঁর। তবে এখন দলের হয়ে কাজ করতে উদ্যত রুদ্রনীল। তাঁর প্রচার বিজেপির ভোটবাক্সে কতটা প্রভাব ফেলে সেটাই এখন দেখার।