লোকসভা ভোটের আগে আবার ধাক্কা খেল জাতীয় কংগ্রেস। আয়কর বিভাগের নোটিশে জাতীয় কংগ্রেসের মাথায় ছাদ ভেঙে পড়ার মতো অবস্থা। একটি জাতীয় সংবাদমাধ্যমের খবরের ভিত্তিতে জানা গিয়েছে যে ,২০১৭-১৮ অর্থবর্ষ থেকে ২০২০-২১ অর্থবর্ষ এই তিন বছরের কংগ্রেসের আয়কর সমীক্ষা করে আয়কর বিভাগ জানিয়েছে, জরিমানা এবং সুদ-সহ কংগ্রেসকে ১৭০০ কোটি টাকা দিতে হবে।
প্রসঙ্গত বৃহস্পতিবার, আয়কর বিভাগের কর পুনর্মূল্যায়ন প্রক্রিয়ার বিরুদ্ধে করা কংগ্রেসের আবেদন খারিজ করে দিয়েছিল দিল্লি হাইকোর্ট। আর সেই আবদেন খারিজের চব্বিশ ঘণ্টার মধ্যে আয়কর বিভাগ বিরাট অঙ্কের জরিমানা করল জাতীয় কংগ্রেসকে। কংগ্রেস সাংসদ এবং আইনজীবী বিবেক তানখা আয়কর বিভাগের এই নোটিসের কথা সংবাদমাধ্যমকে জানিয়েছেন।
উল্লেখ্য কিছুদিন আগে বকেয়া কর হিসাবে কংগ্রেসকে ১০৫ কোটি টাকা দেওয়ার নোটিশ দিয়েছিল আয়কর দফতর। সেই নোটিশে স্থগিতাদেশ চেয়েও দিল্লি হাইকোর্ট থেকে খালি হাতেই ফিরতে হয়েছিল কংগ্রেসকে।