Rekha Patra গোপনীয়তা ক্ষুণ্ণ হয়েছে, তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ রেখার

সন্দেশখালির প্রতিবাদী মুখ রেখা পাত্রকে (Rekha Patra) লোকসভা ভোটে লড়ার টিকিট দিয়েছে বঙ্গ বিজেপি। কিছুদিন আগেই দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাঁকে ফোন করে কথা বলেন,…

Rekha Patra

সন্দেশখালির প্রতিবাদী মুখ রেখা পাত্রকে (Rekha Patra) লোকসভা ভোটে লড়ার টিকিট দিয়েছে বঙ্গ বিজেপি। কিছুদিন আগেই দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাঁকে ফোন করে কথা বলেন, ভোটে লড়ার সাহস জোগান। অন্যদিকে তৃণমূলের পক্ষ থেকে তাঁকে আক্রমণ করা হয়েছে এই বলে যে, তিনি স্বাস্থ্যসাথী কার্ডের সুবিধা নিচ্ছেন আবার দিল্লির জমিদারদের সঙ্গে হাত মিলিয়েছেন অতএব তিনি ‘দ্বিচারী’।

Advertisements

আর এতেই বাঁক নিয়েছে ঘটনাক্রম। তৃণমূলের বিরুদ্ধে এবার মহিলা কমিশন ও এসসি কমিশনে নালিশ করতে উদ্যত রেখা পাত্র। বিজেপি নেতা শুভেন্দু অধিকারী ঘটনার সমালোচনা করে বলেন, স্বাস্থ্যসাথী কার্ডের টাকা কি তৃণমূলের নেতারা নিজের সম্পত্তি বিক্রি করে দেয়? আমরা কেন্দ্রীয় সরকারের স্কিমের কথা কতবার প্রচার করি?

   

বসিরহাটের বিজেপি প্রার্থী রেখা পাত্র নিজেও অভিযোগ করেছেন তৃণমূলের বিরুদ্ধে। সোশ্যাল মিডিয়ায় তাঁর স্বাস্থ্যসাথী কার্ড পোস্ট করা হলে যাবতীয় গোপনীয়তা ক্ষুণ্ণ হয়েছে বলে তাঁর অভিযোগ। ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে শুরু করে মোবাইল নম্বর সামাজিক মাধ্যমে ফাঁস হয়ে যাওয়ায় তিনি তৃণমূলের যুবনেতা ও প্রার্থী দেবাংশু ভট্টাচার্যের প্রতি অভিযোগ জানাবেন বলে খবর।

Advertisements

দেবাংশু নিজের ফেসবুক দেওয়ালে লিখেছিলেন, ‘বিজেপি প্রার্থী রেখা পাত্রও মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের স্বাদ পেয়েছেন। যদিও দেবাংশুর সেই ‘বিতর্কিত’ পোস্ট সরিয়ে নিয়েছে ফেসবুক। নানা ঘটনার প্রেক্ষিতে বারবারই খবরের শিরোনামে উঠে আসছেন রেখা পাত্র। তিনি বলেন, আমি মোদীজির নানা প্রকল্পের সুবিধা ভোগ করি। স্বাস্থ্যসাথী কার্ড ব্যবহার করতে গেলে কি তৃণমূল করতে হবে? মোদীজী তো এমন কথা বলেননি যে, তাঁর প্রকল্পের সুবিধা পেতে হলে বিজেপি করতে হবে!