আন্তর্জাতিক ম্যাচের কারণে ইন্ডিয়ান সুপার লিগে (ISL) চলছে বিরতির। মাসের শেষে ফের শুরু হচ্ছে লিগ। খেলতে নামবে মোহনবাগান সুপার জায়ান্ট (Mohun Bagan)। তার আগে বাগানের পক্ষ থেকে টিকিট নিয়ে দেওয়া হয়েছে আপডেট।
আগামী ৩১ মার্চ রয়েছে মোহনবাগান সুপার জায়ান্টের পরবর্তী ম্যাচ। প্রতিপক্ষ চেন্নাইন এফসি। কলকাতার সল্টলেক স্টেডিয়ামে সন্ধ্যা সাড়ে সাতটা থেকে ম্যাচ শুরু হওয়ার কথা রয়েছে। তার আগে টিকিট নিয়ে আপডেট দেওয়া হয়েছে সবুজ মেরুন ক্লাবের পক্ষ থেকে।
বাগানের আসন্ন এই ম্যাচকে কেন্দ্র করে ইতিমধ্যে ফুটবল প্রেমীদের মধ্যে উৎসাহের সঞ্চার হয়েছে। টিকিটের ব্যাপারে খোঁজ খবর নিতে শুরু করেছেন সমর্থকরা। শুক্রবার সকালে মোহনবাগান সুপার জায়ান্ট তাদের অফিসিয়াল সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে টিকিট সংগ্রহ করার প্রক্রিয়ার কথা জানিয়েছে। অনলাইন ও অফলাইন উভয় মাধ্যমে টিকিট কাটতে পারবেন।
Mariners, grab your tickets for our upcoming game vs Chennaiyin FC and show your support! 💪#MBSG #JoyMohunBagan #আমরাসবুজমেরুন pic.twitter.com/0TmOs3YaFc
— Mohun Bagan Super Giant (@mohunbagansg) March 29, 2024
২৯ থেকে ৩১ মার্চ মোহনবাগান গ্রাউন্ড বক্স অফিস থেকে অফলাইন টিকিট পাওয়া যাবে। এখান থেকে অফলাইন টিকিট কাটার সময় সকাল সাড়ে ১০টা থেকে সন্ধ্যা সাড়ে ৬টা। সল্টলেক স্টেডিয়ামের চার নম্বর গেটের কাছে অবস্থিত বক্স অফিস থেকে টিকিট পাওয়া যাচ্ছে। এখানে সকাল সাড়ে ১০টা থেকে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত টিকিট পাওয়া যাবে ৩০ মার্চ পর্যন্ত। অনলাইন টিকিট রিডিম করার ব্যাপারেও বাগানের করা সোশ্যাল মিডিয়া পোস্টে জানানো হয়েছে।