ভোটের মুখে বেলাগাম একের পর এক নেতা, দিল্লি ছুটল TMC-র প্রতিনিধি দল

লোকসভা ভোটের আবহে আবার দিল্লি ছুটল তৃণমূল (TMC)। জানা গিয়েছে, আজ শুক্রবার দুপুর ১টা ১৫ মিনিটে নির্বাচন সদনের গেটের বাইরে সংবাদমাধ্যমের মুখোমুখি হবেন তৃণমূলের পাঁচ…

tmc

লোকসভা ভোটের আবহে আবার দিল্লি ছুটল তৃণমূল (TMC)। জানা গিয়েছে, আজ শুক্রবার দুপুর ১টা ১৫ মিনিটে নির্বাচন সদনের গেটের বাইরে সংবাদমাধ্যমের মুখোমুখি হবেন তৃণমূলের পাঁচ সদস্যের একটি প্রতিনিধি দল।

Advertisements

এই প্রতিনিধি দলে রয়েছেন রাজ্যসভার সাংসদ ডেরেক ও’ব্রায়েন, সাংসদ দোলা সেন, মন্ত্রী শশী পাঁজা, সাংসদ সাকেত গোখলে এবং সাগরিকা ঘোষ। বিগত কয়েকদিন ধরেই বিজেপির নিশানায় নতুন করে উঠে এসেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। প্রথমেই রয়েছেন বর্ধমান-দুর্গাপুরের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ (Dilip Ghosh)। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়ের পিতৃপরিচয় নিয়ে বেলাগাম মন্তব্য করেছিলেন দিলীপ ঘোষ। এই নিয়ে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব থেকে শুরু করে নির্বাচন কমিশনের তরফে শোকজ নোটিশ পেয়েছেন দিলীপ ঘোষ।

Advertisements
   

অন্যদিকে রয়েছেন কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি ও তমলুকের বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায় (Abhijit Gangopadhyay)। সম্প্রতি তিনিও বাংলার মুখ্যমন্ত্রীকে নিয়ে বেলাগাম মন্তব্য করেন। এক কথায় মুখ্যমন্ত্রীর মৃত্যুকামনা করেন। এই ঘটনাকে কেন্দ্র করে সরগরম হয়ে রয়েছে বাংলা। মনে করা হচ্ছে, আজ এই দুই বিষয়কে নিয়ে নির্বাচন কমিশনের কাছে নালিশ ঠুঁকবে তৃণমূলের প্রতিনিধি দল।