নিউজ ডেস্ক: গত শনিবার চেন্নাইয়ে(Chennai) এক স্কুলপড়ুয়া কিশোরী নিজের বাড়িতেই গলায় দড়ি দিয়ে আত্মহত্যা (suicide) করে। ওই কিশোরীর মা বাজার (msrket) থেকে বাড়ি ফিরে দেখেন, তাঁর মেয়ে গলায় দড়ি দিয়ে ঝুলছে। বাড়ির লোকজন কেউই বুঝতে পারেননি হঠাৎ করে তাঁদের ছটফটে, প্রাণোচ্ছল মেয়েটি কেন এই চরম সিদ্ধান্ত নিল।
খবর ঘটনার খবর পেয়ে পুলিশ (police) ওই কিশোরীর আত্মহত্যার তদন্ত শুরু করে। ঘটনার তদন্ত শুরু করে পুলিশের চক্ষু চড়কগাছ হয়েছে। ওই স্কুলপড়ুয়া কিশোরী আত্মহত্যার আগে একটি সুইসাইড নোট লিখে রেখে গিয়েছে। কিশোরী সুইসাইড নোটে লিখেছে, এই পৃথিবীতে মেয়েদের জন্য মাত্র দুটো নিরাপদ জায়গা আছে। একটি হল মায়ের গর্ভ এবং অপরটি হল কবরস্থান।
প্রাথমিক তদন্তের পর পুলিশ জানিয়েছে, ওই কিশোরীর উপর যৌন নির্যাতন চালিয়েছিল এক তরুণ। কিশোরীকে নির্যাতনের ঘটনায় যুক্ত থাকার অভিযোগে সোমবার এক কলেজ ছাত্রকে গ্রেফতার করেছে পুলিশ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওই ছেলেটি তার দোষ স্বীকার করেছে বলে জানা গিয়েছে। পুলিশ অভিযুক্ত তরুণের বিরুদ্ধে পকসো আইনে মামলা দায়ের করেছে।
আত্মহত্যার আগে কিশোরীর লেখা সুইসাইড নোটটি গোটা সমাজকে নাড়িয়ে দিয়েছে। ওই চিঠি আজকের সমাজকে দাঁড় করিয়েছে অত্যন্ত কঠিন এক প্রশ্নের সামনে।
ঘটনার প্রেক্ষিতে ওই কিশোরীর পরিবার অভিযুক্ত যুবকের উপযুক্ত শাস্তির দাবি জানিয়েছে। কিশোরীর মা জানিয়েছেন, তিনি কোনওভাবেই আর তাঁর মেয়েকে ফিরে পাবেন না। কিন্তু ওই যুবকের শাস্তি না হলে তাঁর মেয়ে কবরে গিয়েও শান্তি পাবে না। তাই ওই যুবকের যেন দৃষ্টান্তমূলক শাস্তি হয়। পুলিশ ঘটনাটির তদন্ত শুরু করেছে।