Rudranil Ghosh: বিজেপির তারকা প্রচারকের দায়িত্ব রুদ্রনীলকে, কতটা খুশি অভিনেতা

লোকসভা ভোটের মুখে বিজেপির একাধিক হোয়াটসয়্যাপ গ্রুপ থেকে বেরিয়ে যাওয়া পর স্বাভাবিক ভাবেই জল্পনা হয়েছিল অভিনেতা রুদ্রনীল ঘোষ (Rudranil Ghosh) বোধ হয় বিজেপি ছাড়ছেন। সময়…

Rudranil Ghosh

লোকসভা ভোটের মুখে বিজেপির একাধিক হোয়াটসয়্যাপ গ্রুপ থেকে বেরিয়ে যাওয়া পর স্বাভাবিক ভাবেই জল্পনা হয়েছিল অভিনেতা রুদ্রনীল ঘোষ (Rudranil Ghosh) বোধ হয় বিজেপি ছাড়ছেন। সময় গড়ানোর সঙ্গে সঙ্গে কার্যত তিনি স্পষ্ট করে দেন বিজেপি ছাড়বেন না। তাঁর মনখারাপ হয়েছিল। যা মিটতে দুদিন সময়ও লাগবে। তবে দলের সঙ্গেই তিনি থাকছেন। নতুন দায়িত্ব পেয়ে খুশি অভিনেতা।

এর আগে উপনির্বাচনে ভবানীপুর থেকে বিজেপির প্রার্থী হয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে পরাজিত হয়েছিলেন রুদ্রনীল। আর এবার লোকসভা নির্বাচনে এখনও টিকিট না পেয়ে তাঁর বেশ মনখারাপ হয়েছিল। বিজেপির পক্ষে নানা সময় সরব হতে দেখা যায় রুদ্রনীলকে। তিনি অভিনয়ের পাশাপাশি রাজনীতিতেও যথেষ্ট সময় দেন। তবু ভোটের টিকিট না মেলায় কিছুটা হতাশ হয়ে পড়েছিলেন অভিনেতা।

   

তিনি এক সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, বিজেপির তারকা প্রচারকের দায়িত্বে আছেন নরেন্দ্র মোদী, অমিত শাহ, জেপি নাড্ডা, মিঠুন চক্রবর্তী, স্মৃতি ইরানি। কাজেই সেই তালিকায় নিজের নাম দেখে বেশ আপ্লুত অভিনেতা। তিনি দলের হয়ে কাজ করতে চান। কারও ওপরে তাঁর অভিমান নেই। দলের নির্দেশ পালন করে চলতে সদা জাগ্রত রুদ্রনীল।

একাধিক হোয়াটসয়্যাপ গ্রুপ থেকে লেফট হওয়ার পরে তিনি জানিয়েছেন, তাঁর মধ্যে কোথায় ফাঁক আছে সেটা তিনি খুঁজে বের করার চেষ্টা করছেন। তাহলে নিজেকে শুধরে নেবেন। তিনি এক্ষেত্রে রাজনীতির সঙ্গে অভিনয়কে মিলিয়ে দিয়ে বলেছিলেন, কোনও অভিনেতা যখন অ্যাওয়ার্ড পান তখন তিনি খুঁজে বের করার চেষ্টা করেন কেন সেই অভিনেতা অ্যাওয়ার্ড পেলেন, তিনি কেন পেলেন না!

৩৬ আসনে বিজেপির প্রার্থী ঘোষণা হলেই ডায়মন্ডহারবার-সহ চার আসনের প্রার্থী ঘোষণা বাকি। তাই রুদ্রনীল ঘোষের নতুন দায়িত্বকে ঘিরে নতুন জল্পনা। তাঁকে কি বিজেপির হয়ে লড়ার জন্য টিকিট দেওয়া হবে? সে কথা কেবল সময়ই বলবে!

Advertisements