Ditipriya Roy: প্রেমে হাবুডুবু খাচ্ছেন দিতিপ্রিয়া রায়! নায়িকার থেকেই জেনে নিন কে সেই সৌভাগ্যবান

Ditipriya Roy: সগর্বে একসময় নিজের ব্যাপারে অনিশ্চয়তা প্রকাশ করে দিতিপ্রিয়া রায় বলেছিলেন, তিনি ইমপ্রেস হওয়ার হলে এমনিই হয়ে যাবেন, কাউকে কিছুই করতে হবে না। কারণ…

Ditipriya Roy

Ditipriya Roy: সগর্বে একসময় নিজের ব্যাপারে অনিশ্চয়তা প্রকাশ করে দিতিপ্রিয়া রায় বলেছিলেন, তিনি ইমপ্রেস হওয়ার হলে এমনিই হয়ে যাবেন, কাউকে কিছুই করতে হবে না। কারণ তিনি কোনও ছেলেকে দেখেই ধুপ করে প্রেমে পড়ে যান না। লাভ অ্যাট ফার্স্ট সাইটে তিনি নাকি কারুরই প্রেমে পড়েননি। তবে, এই প্রেমে না পড়ার বিষয়ে এবার শিকল লাগিয়েছে দোল। রঙের খেলায় মেতে, শেষমেশ ধুপ করে প্রেমেই পড়তে হল দর্শকের রানীমাকে।

Advertisements

সম্প্রতি, একটি ছবিতে প্রেমিকের পাশে থাকতে দেখা গিয়েছিল অভিনেত্রীকে। সত্যিই কি প্রেম করছেন তাহলে! প্রশ্ন করাতে কোনও লুকোচুরি না খেলেই অভিনেত্রীর স্পষ্ট উত্তরটি এল। নায়িকা বললেন, হ্যাঁ, আমরা প্রেম করছি। তবে আমার ব্যক্তিগত জীবন নিয়ে আলোচনা হোক সেটা চাই না। এর আগে আমার সঙ্গে অনেকের নাম জড়িয়ে ভুলভাল খবর হয়েছে। যার মধ্যে একবিন্দু সত্যতা নেই। সুহত্র থেকে শুরু করে আরও অনেক সহ-অভিনেতাকে নিয়ে মিথ্যা রটনা লেখা হয়েছে। এইবার তেমন কিছু ঘটুক আমি চাই না।

   

এতদিন সঠিক সময়ের অপেক্ষায় ছিলেন দিতিপ্রিয়া রায়। এক সাক্ষাৎকারে সরাসরি বলেছিলেন, প্রেমে করতে নাকি খুব ভয় লাগে তাঁর। দায়িত্ব নিতে ভয় করে। তাঁর তখন মনে হয়েছিল যে একটা সম্পর্কের দায়িত্ব নেওয়ার মতো ম্যাচিওর তিনি তখনও ছিলেন না। নায়িকার বাস্তবসম্মত কথায়, ‘একটা গাছকেও বড় করতে অনেক যত্ন লাগে, প্রেমের ক্ষেত্রেও সেটা লাগে। একটু সময় দিতে হবে। সবটা খেলার ছলে হয় না। সেটা খুব সহজাত। সঠিক সময়ের অপেক্ষায় আছি।’

Advertisements

উল্লেখ্য, জানা গিয়েছে টলিউড ইন্ডাস্ট্রির মানুষ নন নায়িকার মনের মানুষ। খুব বেশিদিন আলাপ পরিচয়ও নয়। সবে মাত্র প্রেম করছেন, ভালোবসছেন। যদিও এখন নিজেদের সম্পর্ক নিয়ে বেশ কনফিডেন্ট দুজনে। ভালোবাসতে জানেন। এখনও প্রেমিকের নাম সামনে আনেননি দিতিপ্রিয়া রায়। বলে দিয়েছেন, খুব শীঘ্রই সবটা জানিয়ে দেবেন।