একটু বেশিই আশা করেছিলেন তারা। তাই নিজেদের ব্যক্তিগত জীবনে আর্থিক প্রয়োজন মেটাতেই নিয়েছিলেন এই ভুল সিদ্ধান্ত। তারপরেই জীবনে নেমে এল সেই হাহাকার মুহূর্ত।এই মুহূর্ত কাছে আসার পরেই অনেক আমানতকারিকে অভাবের তাড়নায় ভুগতে হয়েছে আবার অনেককে আত্মহত্যার পথ বেছে নিতে হয়েছে। তাই আমানত কারীদের কথা ভেবেই কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি দিলিপ শেঠের নেতৃত্বে গঠন করা হয় একটি কমিশন । এর পরেই হাইকোর্ট টাকা ফেরত দেওয়ার জন্য একটি নির্দিষ্ট ওয়েবসাইট গঠন করার নির্দেশ জারি করে।
তবে সুত্র মারফৎ জানা যায় আমানতকারিদের টাকা ফেরানোর উদ্দেশ্যে হাইকোর্ট যে কমিশন গঠন করেছিল তার ওয়েবসাইটে নির্দেশ জমা নেওয়া শুরু হয় গত বছর শেষের দিকে। বর্তমানে সেই টাকা পেটে গেলে আমানতকারিদের www.rosevalleyadc.com এ গিয়ে নাম নথিভুক্ত করতে হবে।এই ওয়েবসাইটে ক্লিক করার পর ‘continue’তে ক্লিক করতে হবে। এরপর ‘ইনভেস্টার্স’ ও ‘আপলোড সার্টিফিকেট’ এই দুটো বিভাগে গিয়ে আবেদনকারীকে নিজের সম্পূর্ণ তথ্য নথিভুক্ত করতে হবে। তবেইতা কার্যকরী হবে।
উল্লেখ্য রোজভ্যালিতে রাখা আমানতকারির আমানতের বিনিময়ে সম্পূর্ণ টাকা যে পাবে তা নয়,তাঁর জন্য আগে কমিশন হিসাব করে দেখার পরই তারা সেই হিসাবের উপর ভিত্তি করেই টাকা পাবে বলেই জানায় কমিশন।