ঢাকুরিয়া স্টেশনের পাশে ঝুপড়িতে ভয়াবহ অগ্নিকান্ড। পুড়ে ছাই অন্তত ২০টি ঝুপড়ি। গৃহহারা হয়েছে প্রচুর মানুষ। বুধবার দুপুর সাড়ে বারোটা নাগাদ প্রথম ঝুপড়ি থেকে ধোঁয়া দেখা যায়। তারপরে ধীরে ধীরে আগুন ছড়িয়ে পড়ে গোটা ঝুপড়িতে।
সূত্র মারফত জানা গিয়েছে স্থানীয় লোকেরা এই জায়গাকে বাবুবাগান বস্তি বলে থাকে। আর এই বস্তিতেই বুধবার দুপুরে ঘটল ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা। পুড়ে ছাই হয়ে গিয়েছে সর্বস্ত। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, দমকল সময়মতো এলে হয়ত এত বড় দুর্ঘটনা ঘটত না।
এই অগ্নিকান্ডের জেরে শিয়ালদহ দক্ষিণ শাখায় প্রায় দুঘণ্টা ধরে বন্ধ ট্রেন পরিষেবা । আপ এবং ডাউন উভয় লাইনে দাঁড়িয়ে একাধিক ট্রেন। রেল সূত্রে জানানো হয়েছে, ট্রেন পরিষেবা কখন স্বাভাবিক হবে তা বলা যাচ্ছে না।