ভারতীয় দলের (Team India) বেশিরভাগ খেলোয়াড়কে এই মুহূর্তে আইপিএল ২০২৪ (IPL 2024)-এ দেখা যাচ্ছে। এই টুর্নামেন্টের পারফরম্যান্স যে কোনো খেলোয়াড়কে বিশ্বকাপ দলে জায়গা করে দিতে পারে। ১ মে’র মধ্যে বিশ্বকাপের স্কোয়াড প্রকাশ করার কথা রয়েছে। প্রথম এক মাস প্রত্যেক খেলোয়াড়ের জন্য খুবই গুরুত্বপূর্ণ। গত মরসুম থেকে টিম ইন্ডিয়ায় জায়গা করে নেওয়া রিঙ্কু সিং নিজের জায়গা নিশ্চিত করেছেন। এবার তাঁর মতো আরও একজন খেলোয়াড় ফিনিশারের ভূমিকায় নজর কাড়ছেন এবারের আইপিএলে।
শিবম দুবে (Shivam Dube) একজন ভালো মানের বামহাতি ব্যাটসম্যান হওয়ার পাশাপাশি একজন মিডিয়াম পেস বোলার। গত দু’বছর আইপিএলে ব্যাটিং নৈপুণ্য দেখিয়েছেন, এরপর তিনি টিম ইন্ডিয়াতেও সুযোগ পেয়েছেন। এখন আইপিএল ২০২৪-এ দুর্দান্ত পারফরম্যান্স করে টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য টিম ইন্ডিয়ায় নিজের জায়গা তৈরি করতে চান। মঙ্গলবার গুজরাটের বিরুদ্ধে ২৩ বলে ৫১ রানের ইনিংস খেলেছেন।
রিঙ্কু সিং ছাড়াও তিনি বিপজ্জনক ফিনিশার হতে পারেন। শুধু তাই নয়, শিবম বোলিংয়েও পারদর্শী। এই ফর্ম বজায় রাখলে বিশ্বকাপ স্কোয়াডে নিজের জায়গা তৈরি করে নিতে পারেন।
Shivam Dube has the second-best strike-rate among all India batters since the 2022 IPL!
What a turnaround it has been for him. #IPL2024 pic.twitter.com/XRo97dnhEP
— Wisden India (@WisdenIndia) March 27, 2024
শিবম দুবে ভারতের হয়ে একটি ওয়ানডে ও ২১টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন। ২০১৯ সালের পর ২০২৩ সালে সরাসরি দলে ফেরেন তিনি। আইপিএলে ৫৩ টি ম্যাচ খেলেছেন এবং প্রায় ৩০ গড় এবং ১৪০ এর বেশি স্ট্রাইক রেটে ১১৯১ রান করেছেন। চার উইকেটও নিয়েছেন তিনি। ভারতের হয়ে আয়ারল্যান্ড, আফগানিস্তান সিরিজ এবং এশিয়ান গেমসে খেলেছেন। আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে টিম ইন্ডিয়ার হয়ে দুর্দান্ত ফিনিশারের ভূমিকা পালন করার মতো দক্ষতা তাঁর মধ্যে রয়েছে। ১ জুন থেকে ২৯ জুন পর্যন্ত যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজে অনুষ্ঠিত হবে এই টুর্নামেন্ট।