একই দিনে পড়েছিল দুটো ম্যাচ। ঘন্টা দেড়েকের ব্যবধানে আইপিএলে (IPL 2024)কলকাতা নাইট রাইডার্স এবং মোহনবাগান সুপার জায়ান্টের ম্যাচ শুরু হওয়ার কথা ছিল। শেষ পর্যন্ত পিছিয়ে দেওয়া হল মোহনবাগানের ম্যাচ।
বসন্ত উত্সবের দিনে ক্রিকেট উৎসবের (ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ ২০২৪) বাকি ক্রীড়া সূচি ঘোষণা করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। প্রকাশিত সূচি অনুযায়ী কলকাতা নাইট রাইডার্স পরপর পাঁচটি হোম ম্যাচ পেয়েছে। মানে পরপর পাঁচটি ম্যাচ কেকেআর খেলবে ইন্ডিয়ান গার্ডেনন্সে।
•১৪ এপ্রিল, কলকাতা নাইট রাইডার্স বনাম লখনউ সুপার জায়ান্ট
• ১৭ এপ্রিল, কলকাতা নাইট রাইডার্স বনাম মুম্বাই ইন্ডিয়ান্স
• ২১ এপ্রিল, কলকাতা নাইট রাইডার্স বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর
• ২৬ এপ্রিল, কলকাতা নাইট রাইডার্স বনাম পাঞ্জাব কিংস
• ২৯ এপ্রিল, কলকাতা নাইট রাইডার্স বনাম দিল্লি ক্যাপিটাল
সমস্যা দেখা দিয়েছিল ১৪ তারিখ। রবিবার পড়েছে। ইন্ডিয়ান সুপার লিগ ও ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের সূচি অনুযায়ী ওই দিন শহরে দুটো উত্তেজক ম্যাচ। আগেকলকাতা নাইট রাইডার্সের ম্যাচ। তারপর রয়েছে মোহনবাগান সুপার জায়ান্টের ম্যাচ। একই দিনে দুটো বড় ইভেন্ট আয়োজন করার ক্ষেত্রে সমস্যা দেখা দিলেও দিতে পারতো। তাছাড়া দুটো ম্যাচ প্রায় গায়েগায়ে হওয়ায় কোনো এক দিকে হতে পারতো দর্শক ভাটা। শেষ পর্যন্ত ম্যাচ পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত।
১৪ এপ্রিল বিকেল পাঁচটায় মুম্বাই সিটি এফসির বিরুদ্ধে মোহনবাগান সুপার জায়ান্ট এর ম্যাচ হওয়ার কথা ছিল। চোদ্দো তারিখের বদলে এই ম্যাচ হবে আগামী ১৫ এপ্রিল সন্ধ্যা সাড়ে সাতটা থেকে। বাগানের পক্ষ থেকে জানানো হয়েছে ম্যাচের নতুন দিনক্ষণ।
📣 UPDATE 📣
Our final league match of ISL 2023-24 vs Mumbai City FC will now kick off at 7.30 pm on 15th April 2024! #MBSG #JoyMohunBagan #আমরাসবুজমেরুন #ISL10 #LetsFootball #ISLonJioCinema pic.twitter.com/OOJ03cMSZ4
— Mohun Bagan Super Giant (@mohunbagansg) March 26, 2024