ফের পাহাড়ে প্রার্থী তালিকা ঘোষণা করল BJP, রইল বড় চমক

আগামী ১৯ এপ্রিল থেকে দেশজুড়ে লোকসভা ভোটের ডঙ্কা বেজে যাবে। আগামী ১৯ এপ্রিল রয়েছে প্রথম দফার ভোট। এদিকে আসন্ন এই লোকসভা ভোটকে কেন্দ্র করে প্রচার…

ফের পাহাড়ে প্রার্থী তালিকা ঘোষণা করল BJP, রইল বড় চমক

আগামী ১৯ এপ্রিল থেকে দেশজুড়ে লোকসভা ভোটের ডঙ্কা বেজে যাবে। আগামী ১৯ এপ্রিল রয়েছে প্রথম দফার ভোট। এদিকে আসন্ন এই লোকসভা ভোটকে কেন্দ্র করে প্রচার তো চালাচ্ছেই, এর পাশাপাশি দফায় দফায় প্রার্থী তালিকাও ঘোষণা করছে। লোকসভা ভোটের পাশাপাশি বেশ কিছু রাজ্যে বিধানসভা ভোটও হওয়ার কথা রয়েছে। ফলে এবার ফের একবার প্রার্থী তালিকা প্রকাশ করে সকলকে চমকে দিল বিজেপি (BJP)।

Advertisements

 

   

নতুন করে পাহাড়ে প্রার্থী তালিকা ঘোষণা করল গেরুয়া শিবির। না, দার্জিলিং নয়, এবার সিকিমের বিধানসভা ভোটের জন্য প্রার্থী তালিকা ঘোষণা করল বিজেপি। সিকিমে আসন্ন বিধানসভা নির্বাচনের জন্য ৯ জন প্রার্থীর নাম প্রকাশ করল ভারতীয় জনতা পার্টি।

Image

Advertisements

সিকিম বিধানসভা নির্বাচনের জন্য ৯ জন প্রার্থীকে নিয়ে গঠিত দ্বিতীয় প্রার্থী তালিকা ঘোষণা করেছে ভারতীয় জনতা পার্টির কেন্দ্রীয় নির্বাচন কমিটি। গেরুয়া শিবির গিয়ালশিং-বার্নিয়াক কেন্দ্র থেকে ভীমকুমার শর্মা, নামচি-সিংঘিথান থেকে অরুণা মাঙ্গার এবং মেল্লি থেকে যোগেন রাইকে প্রার্থী করেছে। ফুরবা রিনজিং শেরপা, পেম্পো শেরিং লেপচা, চেওয়াং দাদুল ভুটিয়া, নীরেন ভান্ডারি প্রমুখও লড়াইয়ে রয়েছেন।